আজ সিবিআই আদালতে চিদম্বরম

নাটকীয়ভাবে গ্রেফতার হওয়ার পর প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে বৃহস্পতিবার বিশেষ সিবিআই আদালতে হাজির করা হবে। জানা গিয়েছে, সিবিআই তাঁর ১৪ দিনের হেফাজত চাইবে। তাঁর জন্য ১০০টি প্রশ্ন নিয়ে তৈরি তারা। চিদম্বরমও জামিনের আর্জি জানাতে পারেন। বুধবার রাত তিনি সিবিআই দফতরেই কাটান। আইএনএক্স মিডিয়া মামলায় সিবিআই তাঁর গ্রেফতারি চেয়েছিল। সুপ্রিম কোর্ট তাঁর আগাম জামিনের আর্জি শুনতে না চাওয়ায় ২৫ ঘণ্টা গা ঢাকা দেওয়া চিদম্বরম রাতে কংগ্রেস সদর দফতরে হাজির হয়ে সাংবাদিক বৈঠক করেন। তারপর ফিরে যান জোড়বাগে নিজের বাড়িতে। সেখানে পাঁচ ফুট উঁচু পাঁচিল ডিঙিয়ে ভিতরে ঢোকেন সিবিআইয়ের অফিসাররা। গ্রেফতার করা হয় তাঁকে। চিদম্বরমের পুত্র কার্তি বলেছেন, কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ থেকে নজর ঘোরাতেই তাঁর বাবাকে গ্রেফতার কর হল। গোটা ব্যাপারটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাঁকেও ২০ বার ডেকেচে সিবিআই। তাঁর সঙ্গে জড়িতদের ডেকে জেরা করা হয়েছে। তা সত্ত্বেও কোনও চার্জশিট দেওয়া হয়নি। ১১ বছর আগেকার একটা অভিযোগ নিয়ে এখন নাটক তৈরি করা হচ্ছে। এখন অনন্তকাল বিচার চলবে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم