তৃতীয় মন কি বাতে ‘ফিট ইন্ডিয়া মুভমেন্ট

দ্বিতীয়বার ক্ষমতায় এসে তৃতীয় ‘মন কি বাতে’ বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২৯ অগাষ্ট ‘জাতীয় ক্রীড়া দিবস’ উপলক্ষ্যে ‘ফিট ইন্ডিয়া মুভমেন্ট’-এর সূচনা করবেন তিনি, মন কি বাতে জানালেন প্রধানমন্ত্রী। এপ্রসঙ্গে তিনি স্বামী বিবেকানন্দের কথাও তুলে ধরেন। পাশাপাশি মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে মোদী সমস্ত দেশবাসীর কাছে প্লাস্টিকমুক্ত দেশ গড়ার ডাক দিয়েছেন। সমস্ত দেশবাসী এই বছরে দেশকে প্লাস্টিকমুক্ত করার শপথ নেওয়ার কথাও বলেছেন তিনি। অপুষ্টি রুখতে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বানও করেছেন নরেন্দ্র মোদী। এদিন ‘মন কি বাতে’ কাশ্মীরে ৩৭০ ধারা রদ প্রসঙ্গেও মুখ খোলেন মোদী। তাঁর কথায়, ‘বুলেট-বোমার থেকে উন্নয়নের শক্তি বেশি। কাশ্মীর নিয়ে যাঁরা অপপ্রচার করছে, তাঁরা উন্নয়ন বিরোধী’। যুবসমাজকে পরিবেশ রক্ষা ও বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি করেছে ম্যান ভার্সেস ওয়াইল্ড। জিম করবেট জঙ্গলে অ্যাডভেঞ্চার নিয়ে প্রশ্ন করা হলে মন কি বাতে মোদি বলেন, পরিবেশ রক্ষা ও সু্স্বাস্থ্যই সকলের লক্ষ্য হওয়া উচিত। আর সেই বিষয়ে শিক্ষা নেওয়া উচিত ভারতীয় সংস্কৃতি থেকেই

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم