রাখে হরি মারে কে! মাত্র কয়েকমাসের একটি শিশুকে রেল লাইন থেকে জীবিত উদ্ধার করলেন রেলকর্মীরা। কলকাতা থেকে উত্তরবঙ্গগামী রেলপথে উত্তর দিনাজপুর জেলার তিন মাইল ও মাগুরজান স্টেশনের মধ্যে থেকে ওই শিশুটিকে পাওয়া গিয়েছে। রেল লাইন পরীক্ষার কাজে নিযুক্ত কর্মীরা রেললাইনের উপর শিশুটিকে পড়ে থাকতে দেখেন। শিশুটিকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তাঁরা। পরে সেখান থেকে শিশুটিকে নিয়ে যাওয়া হয় নিউ জলপাইগুড়ি রেল হাসপাতালে। বর্তমানে এখানেই শিশুটির চিকিৎসা চলছে। তবে শিশুটির পরিচয় এখনও পর্যন্ত পায়নি রেল পুলিশ। বৃহস্পতিবার নিউ জলপাইগুড়ি রেল হাসপাতালে পরিদর্শনে আসেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়। এরপরই শিশুটির ঘটনা জানা গিয়েছে। তিনিও চিকিৎসারত শিশুটিকে দেখতে যান এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পেশায় চিকিৎসক জয়ন্তবাবুকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন দেখে মনে হচ্ছে এর আগে ওর ওপর শারীরিক অত্যাচার করা হয়েছে। তবে এখন সে অনেকটাই ভালো আছে। জানা গিয়েছে, শিশুটিকে উদ্ধার করার কিছু সময় আগেই ওই রেল লাইন দিয়ে ১৩১৪১ আপ তিস্তা-তোর্সা এক্সপ্রেস যায়। পুলিশের অনুমান, কেউ বা কারা ওই ট্রেন থেকেই শিশুটিকে ছুঁড়ে ফেলেছিলেন। তবে বরাতজোরে বেঁচে যায় শিশুটি। এখন রেল হাসপাতাল কর্তৃপক্ষ চাইল্ড লাইনের সঙ্গে যোগাযোগ করে শিশুটিকে তাঁদের হাতে তুলে দেবেন বলে জানিয়েছেন বিজেপি সাংসদ জয়ন্ত রায়।
রাখে হরি মারে কে! মাত্র কয়েকমাসের একটি শিশুকে রেল লাইন থেকে জীবিত উদ্ধার করলেন রেলকর্মীরা। কলকাতা থেকে উত্তরবঙ্গগামী রেলপথে উত্তর দিনাজপুর জেলার তিন মাইল ও মাগুরজান স্টেশনের মধ্যে থেকে ওই শিশুটিকে পাওয়া গিয়েছে। রেল লাইন পরীক্ষার কাজে নিযুক্ত কর্মীরা রেললাইনের উপর শিশুটিকে পড়ে থাকতে দেখেন। শিশুটিকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তাঁরা। পরে সেখান থেকে শিশুটিকে নিয়ে যাওয়া হয় নিউ জলপাইগুড়ি রেল হাসপাতালে। বর্তমানে এখানেই শিশুটির চিকিৎসা চলছে। তবে শিশুটির পরিচয় এখনও পর্যন্ত পায়নি রেল পুলিশ। বৃহস্পতিবার নিউ জলপাইগুড়ি রেল হাসপাতালে পরিদর্শনে আসেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়। এরপরই শিশুটির ঘটনা জানা গিয়েছে। তিনিও চিকিৎসারত শিশুটিকে দেখতে যান এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পেশায় চিকিৎসক জয়ন্তবাবুকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন দেখে মনে হচ্ছে এর আগে ওর ওপর শারীরিক অত্যাচার করা হয়েছে। তবে এখন সে অনেকটাই ভালো আছে। জানা গিয়েছে, শিশুটিকে উদ্ধার করার কিছু সময় আগেই ওই রেল লাইন দিয়ে ১৩১৪১ আপ তিস্তা-তোর্সা এক্সপ্রেস যায়। পুলিশের অনুমান, কেউ বা কারা ওই ট্রেন থেকেই শিশুটিকে ছুঁড়ে ফেলেছিলেন। তবে বরাতজোরে বেঁচে যায় শিশুটি। এখন রেল হাসপাতাল কর্তৃপক্ষ চাইল্ড লাইনের সঙ্গে যোগাযোগ করে শিশুটিকে তাঁদের হাতে তুলে দেবেন বলে জানিয়েছেন বিজেপি সাংসদ জয়ন্ত রায়।
إرسال تعليق
Thank You for your important feedback