কেরলের ওয়ানাদে রাহুল গান্ধির বিরুদ্ধে লোকসভা নির্বাচনে যিনি বিজেপি সমর্থিত এনডিএ-র প্রার্থী ছিলেন, সেই তুষার ভেল্লাপল্লিকে আরব আমিরশাহির আজমানে ১৯ কোটি টাকার চেক বাউন্সের মামলায় গ্রেফতার করা হয়েছে। তুষার ভারত ধর্ম জন সেনার সভাপতি। ত্রিচুরের বাসিন্দা এন আবদুল্লা অভিযোগ করেছিলেন, দশবছর আগে আজমানে তুষারের নির্মাণ ব্যবসায় তিনি চেকটি দিয়েছিলেন। কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে অবিলম্বে হস্তক্ষেপ করতে বলে চিঠি পাঠিয়েছেন। উল্লেখ্য, তুষার পশ্চাদপর ইঝাভা সম্প্রদায়ের নেতা। ওয়ানাদে রাহুলের বিরুদ্ধে ভোটে নেমে তাঁর জামানত জব্দ হয়েছিল। এখন তিনি আজমানের জেলে বন্দি।
কেরলের ওয়ানাদে রাহুল গান্ধির বিরুদ্ধে লোকসভা নির্বাচনে যিনি বিজেপি সমর্থিত এনডিএ-র প্রার্থী ছিলেন, সেই তুষার ভেল্লাপল্লিকে আরব আমিরশাহির আজমানে ১৯ কোটি টাকার চেক বাউন্সের মামলায় গ্রেফতার করা হয়েছে। তুষার ভারত ধর্ম জন সেনার সভাপতি। ত্রিচুরের বাসিন্দা এন আবদুল্লা অভিযোগ করেছিলেন, দশবছর আগে আজমানে তুষারের নির্মাণ ব্যবসায় তিনি চেকটি দিয়েছিলেন। কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে অবিলম্বে হস্তক্ষেপ করতে বলে চিঠি পাঠিয়েছেন। উল্লেখ্য, তুষার পশ্চাদপর ইঝাভা সম্প্রদায়ের নেতা। ওয়ানাদে রাহুলের বিরুদ্ধে ভোটে নেমে তাঁর জামানত জব্দ হয়েছিল। এখন তিনি আজমানের জেলে বন্দি।
إرسال تعليق
Thank You for your important feedback