
দিল্লি থেকে মস্কোগামী এয়ার ইন্ডিয়ার একটি এয়ারবাস (A-320 Neo) তখন মাঝ আকাশে। হঠাৎ করেই দিল্লি বিমানবন্দরে সোরগোল, ওই বিমানের পাইলট করোনা পজিটিভ। সঙ্গে সঙ্গেই এটিসি যোগাযোগ করে ওই বিমানের পাইলটের সঙ্গে। তড়িঘড়ি দিল্লি ফিরিয়ে আনা হয় বিমানটিকে। শনিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ বিমানটি দিল্লি বিমানবন্দরে অবতরণ করেছে। এরপরই নিয়ম মেনে বিমানের পাইলটকে পাঠানো হল হাসপাতালে। এবং সহ পাইলট সহ ওই বিমানের সকল ক্রু মেম্বারদের পাঠানো হল কোয়ারেন্টাইন সেন্টারে। বিমানটি উড়ে যাওয়ার পর কীভাবে জানা গেল যে পাইলট করোনা পজিটিভ? কীভাবে হল এই ভুল? জানা যাচ্ছে, দিল্লি বিমানবন্দরে আন্তর্জাতিক উড়ানের নিয়ম মেনেই ওই বিমানের পাইলট সহ সকলের করোনা পরীক্ষা হয়েছিল। তাতেই রিপোর্ট পজিটিভ আসে পাইলটের। কিন্তু পরীক্ষার ফল দেখার সময়ই ঘটে বিভ্রান্তি। পজিটিভ এলেও বিমানবন্দরের গ্রাউন্ড স্টাফরা ভুলবশত নেগেটিভ বলে ছাড়পত্র দিয়ে দেয়। কিন্তু বিমানটি উড়ে যাওয়ার কিছু পড়েই ধরা পরে ভুল। তড়িঘড়ি বিমানটি ফিরিয়ে আনা হয়। গ্রাউন্ড স্টাফদের এতবড় ভুলের জন্যই বিপদে পড়তে পারতেন কয়েকশো বিমানযাত্রী। তবে মস্কোগামী ওই বিমানে কোনও যাত্রী ছিলেন না। রাশিয়ায় আটকে পড়া ভারতীয়দের ফেরাতেই ‘বন্দে ভারত’ মিশনে এয়ার ইন্ডিয়ার বিমানটি মস্কো যাচ্ছিল। ফলে পরে অন্য একটি বিমানের ব্যবস্থা করে মস্কো পাঠাচ্ছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

إرسال تعليق
Thank You for your important feedback