আমফানে ক্ষতিগ্রস্ত বাংলা পরিদর্শনে আসছেন নরেন্দ্র মোদি


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ২৯ ফেব্রুয়ারি দিল্লি থেকে প্রয়াগরাজ ও চিত্রকুটে গিয়েছিলেন সরকারি অনুষ্ঠানে। এরপর ২৫ মার্চ দেশজোড়া লকডাউন জারি করেন করোনা ভাইরাস মোকাবিলায়। তারপর থেকে তিনি দিল্লির বাইরে পা রাখেননি। এবার আমফান বিধ্বস্ত বাংলা ও ওডিশার কিছু অংশ ঘুরে দেখতে দিল্লির বাইরে বের হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সকালেই তিনি কলকাতায় আসছেন। আকাশপথেই তিনি পরিদর্শন করবেন আমফানে ক্ষতিগ্রস্ত এলাকা। এদিন সকাল ১০.১৫ মিনিটে বিধ্বস্ত কলকাতা বিমান বন্দরে নামবেন মোদি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

সূত্রের খবর, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে তিনি আকাশপথেই বসিরহাট ও সুন্দরবনের কিছু এলাকা পরিদর্শন করবেন। তবে মুখ্যমন্ত্রী থাকবেন কিনা সেটা এখনও সরকারি সূত্রে স্বীকার করা হয়নি। এরপর বেলা একটা নাগাদ বসিরহাটে তিনি প্রশাসনিক বৈঠকে অংশ নিতে পারেন বলে জানা যাচ্ছে। এরপর ফের কলকাতা বিমানবন্দর হয়ে উড়ে যাবেন ওডিশার দিকে। উল্লেখ্য, আমফানের তান্ডব কিছুটা থামার পরই নবান্নের কন্ট্রোল রুম থেকেই মুখ্যমন্ত্রী কেন্দ্রের সাহায্য প্রার্থনা করেন। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীকেও আহ্বান জানান বাংলায় এসে পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে। সেই ডাকেই সারা দিয়ে প্রধানমন্ত্রী নিজে আসছেন একদিনের মধ্যেই। এর আগে বৃহস্পতিবার একটি ট্যুইট করে মোদি জানান, ‘বাংলার সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছেন শীর্ষ আধিকারিকরা। পরিস্থিতির উপর প্রতি মুহূর্তে নজর রাখছেন প্রত্যেকেই। বিপদগ্রস্তদের সহযোগিতায় কোনও খামতি রাখা হবে না’। এখন দেখার আমফান বিধ্বস্ত বাংলার জন্য তিনি কোনও বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করেন কিনা। 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم