লকডাউনের জেরে দীর্ঘ ২ মাস পর ফিরে এসেছে জার্মানির ফুটবল লিগ বুন্দেশলিগা। মাঠে কোনও দর্শক ছিলেন না। ফুটবলপ্রেমীরা খেলা দেখেছেন বাড়িতে বসে টিভিতে। তাতেই দর্শক হয়েছে ৬০ লাখ। স্কাই টিভির কাছে এটা একটা রেকর্ড। ম্যাচে খালি সিগনাল এডুয়ানা পার্কে শালকে ক্লাবকে হারিয়ে দিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। খেলায় উজ্জ্বল হয়ে উঠেছিলেন ১৯ বছরের হাল্যান্ড। বুন্দেশলিগার ৯ ম্যাচে ১০ গোল করেছেন তিনি। ডর্টমুন্ড জেতে ৪-০ গোলে। দর্শকদের হামলে পড়ে ঘিরে ধরা ছিল না। সামাজিক দূরত্ব মেনে খানিক নেচেওছেন। সাইডলাইনের ধারে বসেছিলেন ফুটবলার, তাঁদের মুখে ছিল মাস্ক।
লকডাউনের জেরে দীর্ঘ ২ মাস পর ফিরে এসেছে জার্মানির ফুটবল লিগ বুন্দেশলিগা। মাঠে কোনও দর্শক ছিলেন না। ফুটবলপ্রেমীরা খেলা দেখেছেন বাড়িতে বসে টিভিতে। তাতেই দর্শক হয়েছে ৬০ লাখ। স্কাই টিভির কাছে এটা একটা রেকর্ড। ম্যাচে খালি সিগনাল এডুয়ানা পার্কে শালকে ক্লাবকে হারিয়ে দিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। খেলায় উজ্জ্বল হয়ে উঠেছিলেন ১৯ বছরের হাল্যান্ড। বুন্দেশলিগার ৯ ম্যাচে ১০ গোল করেছেন তিনি। ডর্টমুন্ড জেতে ৪-০ গোলে। দর্শকদের হামলে পড়ে ঘিরে ধরা ছিল না। সামাজিক দূরত্ব মেনে খানিক নেচেওছেন। সাইডলাইনের ধারে বসেছিলেন ফুটবলার, তাঁদের মুখে ছিল মাস্ক।
إرسال تعليق
Thank You for your important feedback