আমডাঙ্গায় গুলি করে খুন দুইভাইকে, অভিযুক্ত পুলিশকর্মী পলাতক

 
সন্ধ্যেবেলা পাড়াতেই আড্ডা মারছিলেন কয়েকজন যুবক। সেখানেই বচসা শুরু হয় কয়েকজনের মধ্যে। আচমকাই গুলি চালিয়ে দেয় এক যুবক। সন্তোষ পাত্র নামে ওই যুবক রাজ্যের এক পুলিশকর্তার দেহরক্ষী বলে জানা গিয়েছে। তাঁর সার্ভিস রিভালভার থেকেই গুলি চালায় সে। ঘটনায় গুলিবিদ্ধ হয় তিনজন। তাঁদের বারাসত জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন। চাঞ্চল্যকর এই ঘটনা শুক্রবার রাতে উত্তর ২৪ পরগণার আমডাঙা থানা এলাকার পঞ্চাননতলায় ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুজনই সম্পর্কে দুইভাই। মৃতদের নাম অরূপ মণ্ডল ও সুমন মণ্ডল। ঘটনার পরই এলাকায় ব্যপক উত্তেজনা ছড়ায়। ঘটনার পর থেকেই অভিযুক্ত পুলিশকর্মী পলাতক। পুলিশ দুজনের দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। গুলিবিদ্ধ আরও একজনকে কলকাতার এক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয় মানুষদের দাবি, অভিযুক্ত সন্তোষ পাত্র এর আগেও বেশ কয়েকবার নিজের সার্ভিস লিভারবার দিয়ে এলাকার মানুষদের ভয় দেখিয়েছে। এবার সরাসরি গুলি চালিয়ে দিল সে। তবে ঠিক কী কারণে তিনি গুলি চালালেন সেটা কেউ বলতে পারেননি। তবে সান্ধ্য আড্ডার মধ্যেই বচসা শুরু হয়েছিল বলেই দাবি করছেন এলাকাবাসীরা। এই ঘটনার পিছনে পারিবারিক কোনও কারণ আছে নাকি অন্য কোনও বিষয়েই দুইভাইয়ের ওপর গুলি চালানো হয়েছে? তদন্ত শুরু করেছে আমডাঙা থানার পুলিশ। ঘটনার পরই ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী। শনিবার সকাল থেকেই এলাকায় টহল দিচ্ছে পুলিশ। এলাকা এখনও থমথমে। অভিযুক্ত পুলিশকর্মীর খোঁজে তল্লাশি শুরু করেছে বারাসত জেলা পুলিশের গোয়েন্দারা।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم