
লকডাউনেও চূড়ান্ত ব্যস্ত গায়ক অনুপ জলোটা। লকডাউন প্রতিরোধে ২১১ জন সঙ্গীতশিল্পীকে নিয়ে গান বাঁধছেন তিনি। অনুপ জানিয়েছেন, টেলিফোন আর ভিডিও কনফারেন্সে বহু মতবিনিময়ে পর এই আইডিয়া তাঁর মাথায় এসেছে। এই সমবেত সঙ্গীতের নাম দেওয়া হয়েছে জয়তু জয়তু ভারতম। গানটি লিখেছেন প্রসূন যোশী। সুর দিয়েছেন শঙ্কর মহাদেবন। গাইবেন ২১১ জন গায়ক গায়িকা। গান গেয়েছেন আশা ভোঁসলেও। এই বয়সেও এগিয়ে এসেছেন তিনি। যে যাঁর বাড়ি থেকেই গান গেয়েছেন। তারপর তা মিলিয়ে দেওয়া হয়েছে সমবেত আবেগ আর সুরের সঙ্গে। অনুপ বলছেন, সবাই এখন চান আশা। সেই আশাই দেবে এই গান। গানটির আয়োজক ইন্ডিয়ান সিঙ্গার্স রাইটস অ্যাসোসিয়েশন।
إرسال تعليق
Thank You for your important feedback