নিজের বাড়ির উঠোনে বল করছেন অনুষ্কা শর্মা। আর ব্যাট হাতে বিরাট কোহলি। সেখানে চার বা ছয় মারার জায়গা নেই। অল্প জায়গাতেই ব্যাটিং প্র্যাকটিশ করছেন কোহলি। কোনো ফিল্ডার নেই। ব্যাটিং করে নিজেই বল ছুঁড়ে দিচ্ছেন ৩২ বছর বয়সী বোলার অনুষ্কার কাছে। পাক্কা বোলারের মতোই ক্যাচ ধরছেন, বল করছেন অনুষ্কা। এমনই ভিডিও এখন ভাইরাল। ইনস্টাগ্রামে লকডাউনে প্রায়ই দেখা মিলছে এই তারকা জুটির। কখনও অনুষ্কা বিরাটের চুল কেটে দিচ্ছেন। কখনও বাবা–মাকে সঙ্গে নিয়ে মনোপলি গেম খেলছেন। একসঙ্গে অনলাইনে একটা আকাদেমির পঞ্চাশ হাজার ছাত্রের উদ্দেশে ভাষণও দিয়েছেন তাঁরা। আর কোহলিকে চার মারতে বলছেন অনুষ্কা, এই ভিডিও শুধু তাঁর ইনস্টাগ্রামেই দেখেছেন ১ কোটি ৬৩ লাখের বেশি লোক।
নিজের বাড়ির উঠোনে বল করছেন অনুষ্কা শর্মা। আর ব্যাট হাতে বিরাট কোহলি। সেখানে চার বা ছয় মারার জায়গা নেই। অল্প জায়গাতেই ব্যাটিং প্র্যাকটিশ করছেন কোহলি। কোনো ফিল্ডার নেই। ব্যাটিং করে নিজেই বল ছুঁড়ে দিচ্ছেন ৩২ বছর বয়সী বোলার অনুষ্কার কাছে। পাক্কা বোলারের মতোই ক্যাচ ধরছেন, বল করছেন অনুষ্কা। এমনই ভিডিও এখন ভাইরাল। ইনস্টাগ্রামে লকডাউনে প্রায়ই দেখা মিলছে এই তারকা জুটির। কখনও অনুষ্কা বিরাটের চুল কেটে দিচ্ছেন। কখনও বাবা–মাকে সঙ্গে নিয়ে মনোপলি গেম খেলছেন। একসঙ্গে অনলাইনে একটা আকাদেমির পঞ্চাশ হাজার ছাত্রের উদ্দেশে ভাষণও দিয়েছেন তাঁরা। আর কোহলিকে চার মারতে বলছেন অনুষ্কা, এই ভিডিও শুধু তাঁর ইনস্টাগ্রামেই দেখেছেন ১ কোটি ৬৩ লাখের বেশি লোক।
إرسال تعليق
Thank You for your important feedback