করোনার যন্ত্রণা আরও বাড়িয়ে পশ্চিম ও মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে চলছে পঙ্গপালের দাপট। ফলে রাতের ঘুম উড়েছে চাষিদের, চিন্তায় প্রশাসন। ইতিমধ্যেই পঙ্গপাল হানা দিয়েছে রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা ও মধ্যপ্রদেশে। বর্তমানে পঙ্গপালের ঝাঁক উত্তরপ্রদেশেও ঢুকে পড়েছে। আরেকটি ঝাঁক মহারাষ্ট্রেও ঢুকছে বলে জানা যাচ্ছে। এই পরিস্থিতিতে নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। তবে সরকার কী করবে সেই আশায় বসে নেই চাষিরাও। নিজের মতো করেই অনেক জায়গায় পঙ্গপাল তাড়াতে উদ্যোগী হয়েছেন চাষিরা।এরকই একটি অভিনব উদ্যোগ সম্প্রতি সোশাল মিডিয়ায় শোরগোল ফেলেছে। কিরকম সেই উদ্যোগ? চাষের জমিতেই রীতিমতো উচ্চগ্রামে ডিজে মিউজিক (DJ Music) বাজালেন চাষিরা।
শুনতে অবাক লাগলেও ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসিতে। সেখানকার এক পুলিশকর্মী একটি ভিডিও টুইট করেছেন। সেখানেই দেখা যাচ্ছে চাষের জমির মধ্যিখানে একটি গাড়িতে বাজানো হচ্ছে ডিজে মিউজিক। বেশ জোরাল আওয়াজ বের হচ্ছে ওই ডিজে-গাড়ি থেকে। এই ভিডিও শেয়ার করে রাহুল শ্রীবাস্তব নামে ওই পুলিশকর্মী লিখেছেন, ‘ডিজে মিউজিকে শুধু মানুষই নাচে না, পঙ্গপাল তাড়াতেও তা কাজে লাগে। আসলে অতিরিক্ত শব্দেই জব্দ হয় পঙ্গপাল’। এই ভিডিও এখন রীতিমতো ভাইরাল হয়েছে ইন্টারনেটে। সরকারি সূত্রে জানা যাচ্ছে ইতিমধ্যেই দেশের পাঁচটি রাজ্যে ৫০ হাজার হেক্টর চাষের জমি নষ্ট করেছে পঙ্গপাল। যদিও রাজস্থানের ২১টি, মধ্যপ্রদেশের ১৮টি, পাঞ্জাবের একটি এবং গুজরাটের ২টি জেলায় পঙ্গপালের হানা নিয়ন্ত্রণে আনা গিয়েছে। জমিতে কীটনাশক ছড়ানোর জন্য দমকলের ৯০টি ইঞ্জিন, ১২০টি পর্যবেক্ষক গাড়ি, ৪৭টি পঙ্গপাল নিয়ন্ত্রক বিশেষ গাড়ি এবং ৮১০টি ট্রাক্টর নামানো হয়েছে।
डीजे सिर्फ़ नाच गाने के लिये ही नहीं बल्कि टिड्डी दल भगाने में भी कारगर होता है ।— RAHUL SRIVASTAV (@upcoprahul) May 27, 2020
दिन सबके बदलते हैं !
आप मुँह से आवाज़ निकाल सकते हैं या थाली भी पीट सकते हैं ।#DiscJockey #Locustswarm #locustswarms #Locusts #Locustsattack #LocustInvasion #LocustSwarmsAttack pic.twitter.com/zUcpYiJTGb
إرسال تعليق
Thank You for your important feedback