প্রাক্তন বায়ুসেনা কর্মীকে পিটিয়ে খুন, অভিযুক্ত স্ত্রী-মেয়ে


ভারতীয় বায়ুসেনার এক প্রাক্তন কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ব্যারাকপুর শিল্পাঞ্চলের পলতায়। বর্তমানে তিনি এক বেসরকারি নিরাপত্তা সংস্থায় কাজ করছিলেন। মঙ্গলবার ভোরে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে নোয়াপাড়া থানার পুলিশ এসে ওই প্রাক্তন সেনা জওয়ানের দেহ উদ্ধার করে। মৃতের নাম  অরূপ দেবনাথ (৬৩)। পলতা আমবাগান এলাকায় দীর্ঘদিন ধরেই স্ত্রী ও মেয়েকে নিয়ে থাকতেন তিনি। এলাকাবাসীর অভিযোগ, প্রায়ই অরূপবাবুকে মারধোর করতেন স্ত্রী ও মেয়ে। গতকাল গভীর রাতে তা মাত্রাতিরিক্ত হওয়ার কারণেই অরুপবাবু মারা যান। মঙ্গলবার সকালে ঘটনার খবর পেয়েই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। তাঁরা অরূপবাবুর স্ত্রী শান্তি দেবনাথ ও মেয়ে অঙ্কিতাকে গ্রেফতারের দাবি তুলতে থাকেন। প্রতিবেশীদের দাবি, স্বামীর ওপর অকথ্য অত্যাচার করতেন স্ত্রী। এমনকি মেয়ে অঙ্কিতাও বাবাকে মারধোর ও গালিগালাজ করত। যে কোনও কারণেই তাঁর ওপর অত্যাচার করতেন তাঁরা। এমনকী, ওই বৃদ্ধের পেনশনও হাতিয়ে নিতেন মা-মেয়ে। প্রতিবেশীদের আরও দাবি, ওই পরিবারের সঙ্গে এলাকার কারও যোগাযোগ ছিল না। সকলের সঙ্গেই দুর্ব্যবহার করতেন মা-মেয়ে। অরূপবাবু মাঝেমধ্যেই প্রতিবেশীদের থেকে খাবার চেয়ে খেতেন বলেই দাবি তাঁদের। অপরদিকে, পুরো ঘটনা অস্বীকার করেছেন মৃতের স্ত্রী ও মেয়ে। তাঁদের দাবি, অসুস্থতার কারণেই তিনি মারা গিয়েছেন অরূপ দেবনাথ। তিনি গভীর রাতে অসুস্থ হয়ে পড়লে ডাক্তার ডাকার সুযোগ পাননি তাঁরা। আপাতত নোয়াপাড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ অভিযুক্ত মা-মেয়েকে জিজ্ঞাসাবাদ করছে। এই ঘটনায় পলতা আমবাগান এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم