লকডাউনেই খাস কলকাতায় সংঘর্ষে জড়াল তৃণমূলের দুই গোষ্ঠী

লকডাউনের মধ্যেই অব্যহত শাসকদলের গোষ্ঠী কোন্দল। এবার খোদ কলকাতায়, বলতে গেলে মুখ্যমন্ত্রীর প্রাক্তন সংসদীয় কেন্দ্র দক্ষিণ কলকাতায়। বৃহস্পতিবার রাতে তৃণমূলের এক মন্ত্রী ও প্রভাবশালী তৃণমূল নেতার অনুগামীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে কয়েকটি বাইক ও গাড়িতে। সংঘর্ষে আহত হয়েছেন দুপক্ষের বেশ কয়েকজন। ঘটনাস্থল নিউ আলিপুর থানা এলাকার  মাঝেরহাট কলোনি। অভিযোগ, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের অনুগামী ও তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসের অনুগামীরা একে অপরের বিরুদ্ধে সংঘর্ষে জড়ায়। মাঝেরহাট কলোনির এক কিশোরীকে উত্ত্যক্ত করা নিয়ে ঝামেলার সূত্রপাত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শোভনদেব চট্টোপাধ্যায়ের অনুগামী হিসেবে পরিচিত নীল মালাকার ও তানিয়া পাল দলবল নিয়ে প্রথমে হামলা চালায় মাঝেরহাট কলোনিতে। 
পরে লরি করে আরও দলবল নিয়ে নিউ আলিপুর থানার সামনেও চড়াও হয়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। এরপরই পাল্টা হামলা চালায় স্বরূপ বিশ্বাসের দলবল। অভিযোগ, ৮১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জুই বিশ্বাস ছিলেন হামলার নেতৃত্বে। জানা গিয়েছে, সেসময় কয়েকটি গাড়ি ও মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় স্বরূপ বিশ্বাসের অনুগামীরা। মারধোরে গুরুতর জখম হয়েছেন মন্ত্রী ঘনিষ্ঠ নীল মালাকার ও তানিয়া পাল। তাঁরা এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। রাতেই নিউ আলিপুর থানার সামনে বিক্ষোভ দেখিয়েছে স্বরূপ বিশ্বাস ও ৮১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জুই বিশ্বাসের অনুগামীরা। শাসকদলের দুই গোষ্ঠীর কোন্দল ও সংঘর্ষে চরম উত্তেজনা মাঝেরহাট কলোনি ও নিউ আলিপুর থানার সামনে। পরে বিশাল পুলিশবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে দুই গোষ্ঠীর তরফ থেকেই অভিযোগ করা হয়েছে, প্রথম থেকেই নিষ্ক্রিয় ছিল পুলিশ। এলাকা শনিবারও থমথমে। তবে পুরো বিষয় নিয়ে মন্ত্রী ও বিধায়কের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم