
এবার কলকাতা পুলিশের লাগাতার বিক্ষোভ প্রদর্শন নিয়ে মুখ খুললেন রাজ্যপাল জগদীপ ধনকর। শনিবার ফের ট্যুইট করে তিনি কলকাতা পুলিশের এহেন বিদ্রোহ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন। পাশাপাশি এই ইস্যুতেও রাজ্যকে বিঁধতে ছাড়েননি তিনি। রাজ্যপাল এদিন ট্যুইটে লিখেছেন, উর্দিধারীদের এই ধরণের আচরণ ফাটলই স্পষ্ট করছে। যা একেবারেই কাম্য নয়। তিনি আরও লিখেছেন, পুলিশ ট্রেনিং স্কুল (পিটিএস), গরফা থানা ও শেষে বিধাননগররে কলকাতা সসস্ত্রবাহিনীর চতুর্থ ব্যাটালিয়নে পুলিশকর্মীদের বিক্ষোভ তাঁর নজর এড়ায়নি। ফাটল ক্রমশ স্পষ্ট হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মাথাব্যথা বাড়ানোর মতো বিষয়।উল্লেখ্য, শুক্রবার রাতে করোনা আবহে ডিউটি করা নিয়ে অসন্তোষ ছড়িয়ে পড়ে সল্টলেকের চতুর্থ ব্যাটালিয়নের দফতর ও ব্যারাকে। ব্যপক ভাঙচুর চালায় নীচুতলার পুলিশকর্মীরা। এমনকি বিক্ষোভ সামাল দিতে গিয়ে হেনস্থার শিকার হতে হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেটের জয়েন্ট সিপি ও ডিসি পদমর্যাদার অফিসারদেরও। শনিবার দুপুরেই এই ঘটনাকে সামনে রেখেই সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এর আগেও তিনি একাধিক ইস্যুতে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়েছেন। এবার করোনা সংক্রমণের মধ্যেই উপযুক্ত সুরক্ষাবর্ম ছাড়াই ডিউটি করতে হচ্ছে কলকাতা পুলিশের কর্মীদের। ফলে বারেবারে ক্ষোভের বহিপ্রকাষ ঘটছে। এই ঘটনাবলীর পরই উদ্বিগ্ন রাজ্যপাল সুকৌশলে জানিয়ে দিলেন, ফাটল ক্রমশ স্পষ্ট হচ্ছে।
https://publish.twitter.com/?query=https%3A%2F%2Ftwitter.com%2Fjdhankhar1%2Fstatus%2F1266676103826993152&widget=Tweet
إرسال تعليق
Thank You for your important feedback