পঙ্গপালের দাপটে হিমসিম উত্তর ভারত

মরুভূমির পঙ্গপালের দাপটে হিমসিম গোটা উত্তর ভারত। পঙ্গপালের এই হামলা গত ২৭ বছরে সবথেকে বেশি ব্যাপক। করোনার ধাক্কার মধ্যেই লাখে লাখে পহ্পাল পাকিস্তান সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছে এপারে। তার মোকাবিলায় স্প্রেয়ার, ড্রোন নিয়ে তৈরি হচ্ছে সরকারগুলিও। এখন চিন্তা মাঠের ফসল বাঁচানো। আরও বেশি পরিমাণে স্প্রেয়ার, ড্রোন কেনার কথা বলেছে কেন্দ্র। কেন্দ্রীয় কৃষিমন্ত্রক ব্রিটেন থেকে ৬০টি উন্নত মানের স্প্রেয়ার কিনছে। রাজস্থান, গুজরাত, মধ্যপ্রদেশ অন্য রাজ্যগুলিতে আলাদা টিম তৈরি করেছে তারা। প্রথমে পঙ্গপালের হানা প্রথমে শুরু হয়ছিল রাজস্থানে। তারপর তারা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রদেশ. গুজরাত, মহারাষ্ট্র উত্তরপ্রদেশে। বিশেষ সতর্কতা জারি হয়েছে পাঞ্জাব হরিয়ানায়। উত্তপ্রদেশের ১৭টি জেলায় সতর্কতা জারি হয়েছে। রাজস্থানের ২১টি, মধ্যপ্রদেশের ১৮টি, গুজরাতের ২টি জেলাতেও রয়েছে বিশেষ নজরদারি। 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم