
মিজোরামকে করোনা মুক্ত ঘোষণা করা হল। সে রাজ্যে একমাত্র করোনা রোগী শনিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। উত্তরপূর্বের মনিপুর, সিকিম, নাদা ল্যান্ড, অরুণাচলপ্রদেশের পর মিজারামই পঞ্চম রাজ্যে যেখানে আর করোনা রোগী নেই। মিজারামের স্বাস্থ্যমন্ত্রী ডা. আর এল লালথাংলিয়ানা জানিয়েছেন, আক্রান্ত ওই যাজককে ৪৫ দিন নিবিড় চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। পরপর চারবার তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। বছর পঞ্চাসের ওই যাজক ব্যাপটিস্ট চার্চ অফ মিজোরামে কর্মরত। তিনি ১৬ মার্চ আমস্টারডাম থেকে ফিরেছিলেন। তাঁর স্ত্রী ও দুই সন্তানকে তিনি ভর্তি হন হাসপাতালে। ২৮ মার্চ তাদের রিপোর্ট নেগেটিভ হওয়া পর স্ত্রী ও সন্তানরা ছাড়া পান। ওই যাজককে ১৪ দিন গৃহ কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। মিজোরামে শিশুমৃত্যুর হার ১০ শতাংশ কমায় অভিন্নদন জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।
إرسال تعليق
Thank You for your important feedback