
পরিযায়ী শ্রমিকদের চলাচল আমরা কীভাবে বন্ধ করতে পারি? শুক্রবার সুপ্রিম কোর্টে দায়ের করা মামলার শুনানিতে বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, এব্যাপারে পদক্ষেপ করার বিষয়টি রাজ্যগুলির উপর নির্ভর করছে। আদালত কেন এগুলো শুনবে বা সিদ্ধান্ত নেবে? পরিযায়ী শ্রমিকদের চলাচল আটকানোর জন্য সুপ্রিম কোর্ট
একটি আবেদন দায়ের হয়েছিল আইনজীবী অলখ অলোক শ্রীবাস্তবের তরফে। সেই আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। আবেদন ছিল, লকডাউনের মধ্যে বাড়ি ফিরতে কয়েক হাজার কিলোমিটার পথ হাঁটছেন পরিযায়ী শ্রমিকরা। সেই শ্রমিকদের রাস্তায় জল ও খাবারের ব্যবস্থা করুক কেন্দ্র। সেই মামলাই এদিন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ওই আইনজীবী মহারাষ্ট্রে একটি মালগাড়িতে কাটা পড়ে ১৬ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যুর প্রসঙ্গ তোলেন। সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেন, যখন কেউ রেললাইনের উপরেই ঘুমিয়ে পড়েন তখন কীভাবে আটকানো যাবে এই ঘটনা? এমন লোক রয়েছে যারা হেঁটেই চলেছেন এবং কোনও বারণ শুনছেন না। আমরা কীভাবে তাঁদের আটকাতে পারি? কেন্দ্রের তরফে সলিসিটার জেনারেল তুষার মেহতা সর্বোচ্চ আদালতকে জানান যে, ইতিমধ্যেই পরিযায়ীদের ফেরাতে পরিবহণের ব্যবস্থা করেছে সরকার।
إرسال تعليق
Thank You for your important feedback