
প্রচারের আলোয় থাকার জন্য বরাবর বিতর্কেই থাকতে ভালোবাসেন বাংলাদেশের নোবেল ম্যান? পুরো নাম মাঈনুল আহসান নোবেল। বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জে। এক বেসরকারি চ্যানেলের জনপ্রিয় গানের অনুষ্ঠান ‘সা রে গা মা পা’-তে গান গেয়ে প্রবল জনপ্রিয়তা পায় নোবেল। সেই নোবেলই এখন নেটিজেনদের রোষের মুখে। একের পর এক বিতর্কের মাঝেও তাঁর জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি। কিন্তু এবার জোড়াল ধাক্কা খেতে হল তাঁকে। এর কারণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কুরুচীকর ফেসবুক পোস্ট। এরপরই শুরু হয়েছে তুমুল বিতর্ক। আর সেটা এতদূর গড়িয়েছে যে, বাংলাদেশ পুলিশের বিশেষ বাহিনী ‘র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন’ বা র্যাব ডেকে পাঠায় তাঁকে। বিভ্রান্তিমূলক পোস্টে বাংলাদেশের সাইবার ক্রাইমের অতিরিক্ত উপকমিশনার নাজমুল ইসলাম আগেই সতর্ক করেছিলেন নোবেলকে। কিন্তু তাতেও কোনও ফল হয়নি। এবার র্যাবের জেরার মুখে পড়তে হল তাঁকে। বাংলাদেশের র্যাব ২-এর অতিরিক্ত পুলিশ সুপার মনির জামান ডেকে পাঠান নোবেলকে। তারপরেই ক্ষমা প্রার্থনা করে ফের সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন গায়ক। ওই ভিডিয়োতে নোবেল বলেছেন, কাউকে ব্যক্তিগতভাবে দুঃখ দেওয়া আমার উদ্দেশ্য ছিল না। নিজের একটি গানের প্রচারের কারণেই এসব করেছিলাম। কিন্তু এতেও বিতর্ক থামার নাম নেই। ভারতীয় নেটিজেনরা ছিঁড়ে খাচ্ছেন নোবেলকে। উল্লেখ্য, কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে অশালীন পোস্ট করেন নোবেল, এমনই অভিযোগ। সেখানে তিনি লেখেন, ‘স্ক্যান্ডাল আমার হবে না তো কার হবে। চায়ের দোকানদার নরেন্দ্র মোদির? কে দেখবে চাওয়ালার স্ক্যান্ডাল?’ এরপরই সোশাল মিডিয়ায় নোবেলকে আক্রমণ শুরু করেন নেটিজেনদের একাংশ। পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায়, বাংলাদেশ পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে ব্যবস্থা নিল।
إرسال تعليق
Thank You for your important feedback