এবার বলিউডে পা রাখছেন মিঠুন চক্রবর্তীর ছোট ছেলে নমাসি চক্রবর্তী। পরিচালক রাজকুমার সন্তোষীর কাম ব্যাক ফিল্ম 'ব্যাড বয়' দিয়েই হাতেখড়ি হচ্ছে তাঁর। পরিচালক সাজিদ কুরেশির কন্যা অমরিন কুরেশিও অভিনয় করতে চলেছেন এই ছবিতে। বলিউডে বর্তমানে প্রতিষ্ঠিত আমরিন কুরেশি। এই ফিল্মের বিশদ কিছু জানানো হয়নি এখনও। বাকি চরিত্রের নাম প্রকাশ করা হয়নি। ৬৯ বছর বয়সী মিঠুনের বড় ছেলে মহাক্ষয় বা মিমো ২০০৮ সালে জিমি ফিল্মে কেরিয়ার শুরু করেছিলেন। তবে ফ্লপ হয়েছিল ছবিটি। নমাসির নতুন ছবির পোস্টার শেয়ার করে শুভকামনা জানিয়েছেন সালমান খান। নমাসি ও আমরিন ছাড়াও সঞ্জয় লীলা বনশালীর ভাগ্নি সারমিন সেগাল আর জাভেদ জাফরির ছেলে মিজানের ফ্লিম 'মালাল' আসছে। প্রযোজক সঞ্জয় নিজেই। ‘ব্যাড বয়’ নিয়ে রাজকুমার সন্তোষী বলেছেন, ‘এই ছবির পোস্টারের মতো এর গল্পও খুব শক্তিশালী। একটা সম্পূর্ণ ছবিতে যা যা থাকে অর্থাৎ নাটকীয়তা, প্রেম, সংগীত, অ্যাকশন সব পুরোমাত্রায় আছে এই ছবিতে।’
إرسال تعليق
Thank You for your important feedback