মোদি সরকারের বর্ষপূর্তিতে অনলাইন উদযাপন বিজেপির


লকডাউন চলছে। সভা সমাবেশ নিষিদ্ধ। তাই নরেন্দ্র মোদির দ্বিতীয় দফার সরকারের প্রথম বর্ষপূর্তি অনলাইনেই সারতে হচ্ছে বিজেপিকে। গতবছর ৩০ মে শপথ নিয়েছিলেন মোদি। সেদিনই অনলাইনে দেশজুড়ে অন্তত ১,০০০টি ভার্চুয়াল সভা করবে বিজেপি। এনিয়ে বিস্তারিত পরিকল্পনা তৈরি করা হয়েছে। সেদিন বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীরা সোশাল মিডিয়ায় ব্যাপক গণসংযোগ করবেন। হবে ভার্চুয়াল জনসমাগম। তারা জানিয়েছে, সাধারণ মানুষের মধ্যে ফেসমাস্ক, স্যানিটাইজার বিলি করা হবে। অন্যসময় হলে এই একবছরে সরকারের সাফল্য তুলে ধরতে আয়োজন করা হত বড় বড় সমাবেশের। হত রথযাত্রা। এবার পুরোটাই অনলাইনে। অন্তত ৫০০টি গ্রুপ তৈরি করতে বলা হয়েছে এক সপ্তাহের মধ্যে। প্রচারে এবার জোর দেওয়া হবে মোদির আত্মনির্ভর ভারতের উপরেই। তা নিয়েই অন্তত একঘণ্টা ধরে রাজ্য ও কেন্দ্রীয় নেতারা বক্তৃতা করবেন অনলাইনে। বিজেপি নেতাকর্মীরা মানুষকে স্থানীয় জিনিসপত্র কেনার ব্যাপারে উদ্বুদ্ধ করবে। বিজেপির সভাপতি জে পি নাড্ডা ফেসবুক লাইভে পার্টিকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখবেন।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم