ফের ফিক্সড ডিপোজিটে সুদের হার কমিয়ে দিল স্টেট ব্যাঙ্ক। সমস্ত মেয়াদি ফিক্সড ডিপোজিটে সুদ কমানো হয়েছে ৪০ বেসিস পয়েন্ট পর্যন্ত। শুধু মে মাসেই দ্বিতীয়বার সুদ কমাল স্টেটব্যাঙ্ক। ২৭ মে থেকেই নয়া সুদের হার কার্যকর হবে বলে জানানো হয়েছে। একইভাবে ২ কোটি টাকা বা তার বেশি টাকার আমানতেও সুদ কমানো হয়েছে। এক্ষেত্রে ৫০ বেসিস পয়েন্ট পর্যন্ত সুদ কমানো হয়েছে। এই ধরনের আমানতে এবার থেকে সর্বোচ্চ ৩ শতাংশ সুদ দেবে তারা। ৮ মে ফিক্সড ডিপোজিটে সুদের হার কমিয়েছিল স্টেট ব্যাঙ্ক। তখন তিনবছর পর্যন্ত সমস্ত ধরনের স্থায়ী আমানতে ২০ বেসিস পয়েন্ট বা ০.২০ শতাংশ সুদ কমানো হয়েছিল। গত ১২ মে থেকে সেই সংশোধিত সুদের হার কার্যকর হয়েছিল।
সাধারণ নাগরিকদের জন্য স্টেটব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে নয়া সুদের হার এখন দাঁড়ালঃ
৭ দিন থেকে ৪৫ দিন- ২.৯ শতাংশ
৪৬ দিন থেকে ১৭৯ দিন- ৩.৯ শতাংশ
১৮০ দিন থেকে ২১০ দিন- ৪.৪ শতাংশ
২১১ দিন থেকে ১ বছরের কম- ৪.৪ শতাংশ
১ বছর থেকে ২ বছরের কম- ৫.১ শতাংশ
২ বছর থেকে ৩ বছরের কম- ৫.১ শতাংশ
৩ বছর থেকে ৫ বছরের কম- ৫.৩ শতাংশ
৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত- ৫.৪ শতাংশ
সমস্ত মেয়াদি আমানতে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ৫০ বেসিস পয়েন্ট অতিরিক্ত সুদ দেওয়া হবে বলে জানিয়েছে স্টেট ব্যাঙ্ক। সাম্প্রতিকতম এই পরিবর্তনের ফলে প্রবীণ নাগরিকরা তাঁদের ৭ দিন থেকে ১০ বছরের ফিক্স ডিপোজিটে এখন থেকে ৩.৪ শতাংশ থেকে ৬.২ শতাংশ সুদ পাবেন।
إرسال تعليق
Thank You for your important feedback