পরিযায়ী শ্রমিকদের জন্য কাজ নিয়ে প্রচারে কেন্দ্র

 

লকডাউনের পর বিভিন্ন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের নিজেদের রাজ্যে ফেরত পাঠাতে কেন্দ্র কিছুই করেনি, জোরশোরে উঠছে এমন অভিযোগ। এই অবস্থায় নিজেদের ভাবমূর্তি পুনরুদ্ধারে নামতে চলেছে কেন্দ্রীয় সরকার। নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী হিসেব দ্বিতীয় পর্বের বর্ষপূর্তির দিনই শুরু হবে এই প্রচার। বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য দিয়ে ছাপানো হচ্ছে বুকলেট। সব মন্ত্রকেরই লক্ষ্য থাকবে গরিব, মহিলা, যুব ও কৃষকদের জন্য দরদী সরকারের কাজকর্ম। বিশেষ জোর থাকবে পরিযায়ী শ্রমিকদের জন্য কাজের কথা। তা নিয়ে হবে বিশাল প্রচার। আগে অসহায় শ্রমিকদের নিজেদের রাজ্যে ফেরানোর ব্যাপারে কেন্দ্র অনড় থাকলেও পরে চালানো হচ্ছে শ্রমিক স্পেশাল। এবং তার দায় চাপিয়েছে রাজ্যের ওপর।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم