

কারণ মহারাষ্ট্র পুলিশ ওই সমস্ত ছবি অবিলম্বে ডিলিট করে দেওয়ার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, রবিবার বিকেলের পর থেকেই সুশান্তের মৃতদেহের কয়েকটি ছবি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, টিকটক সহ অন্যান্য সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেই ছবিগুলি দেখে আঁতকে ওঠেন অনেকেই। রাতেই ট্যুইট করে মহারাষ্ট্র পুলিশের সাইবার সেল শাখা জানিয়ে দেয় ওই ছবি অবিলম্বে ডিলিট করে দেওয়ার জন্য। ট্যুইটে তাঁরা লিখেছে, মহারাষ্ট্র পুলিশ অনুরোধ করেছে, কোনওভাবেই যেন সেই ছবি ছড়িয়ে দেওয়া না-হয়। আর যাঁরা ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ছড়িয়ে দিয়েছেন, তাঁদেরও সেগুলি দ্রুত মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

মহারাষ্ট্র পুলিশের সাইবার সেল আরও লিখেছে এমন ডিসটার্বিং ট্রেন্ড তৈরি করাটা হল ‘ব্যাড টেস্ট’। এই ছবিগুলি আদালত ও আইনি নির্দেশিকার পরিপন্থী। কাজেই ছবিগুলি ছড়িয়ে দেওয়া হলে আইনি জটিলতা ডেকে আনার সমান হবে। তাই যদি আপনি বা আপনারা কেউ এই ধরনের ছবি নিজেদের ওয়ালে পোস্ট করে থাকেন, তবে শীঘ্রই সেগুলি ডিলিট করে দিন। নাহলে সমস্যায় পড়তে পারেন বলেই জানিয়ে দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা।
إرسال تعليق
Thank You for your important feedback