অভিনব সোনা পাচার রুখল বিএসএফ। পাশাপাশি উদ্ধার হয়েছে প্রচুর বিদেশী মুদ্রা। উত্তর ২৪ পরগণার বসিরহাটের স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ গাবরডাহ সীমান্তের ঘটনা। শুক্রবার গভীর রাতে সন্দেহভাজন এক যুবককে আটক করতেই উদ্ধার হয় প্রায় সাড়ে চার কেজি সোনার বাট। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, পরেশ রায় নামে ওই যুবক বাংলাদেশ সীমান্তের দিক থেকে স্বরূপনগরের দিকে আসছিল। সেসময় টহলরত ১৫৩ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সন্দেহ হয়। ওই যুবককে থামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন তাঁরা। এরপরই ওই মোটরসাইকেলের চাকা খুলতেই চক্ষু চড়কগাছ হয় কর্তব্যরত জওয়ানদের। তাঁর মোটরবাইকের দুটো চাকার টায়ারের নীচে প্রায় ৩০পিস সোনার বিস্কুট লুকোনো ছিল। এর আনুমানিক বাজারদর প্রায় দুই কোটি টাকা।
এছাড়াও ১০০০ মালয়েশিয়ার মুদ্রাও পাওয়া যায় ওই যুবকের কাছ থেকে। বিএসএফ সূত্রে জানানো হয়েছে, কড়া নজরদারীর জন্য পাচারকারীরা নানান উপায়ে সোনা পাচার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এবার একেবারেই অভিনব কায়দায় মোটরবাইকের চাকার ভিতরেই সোনা পাচারের চেষ্টা করে ওই যুবক। শনিবার সকালেই ওই যুবককে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ-এর ১৫৩ নম্বর ব্যাটালিয়ন। পুলিশ সূত্রে খবর শনিবারই পরেশ রায় নামে ওই সোনা পাচারকারীকে বসিরহাট আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নেবে। তাঁকে জেরা করে পুলিশ জানতে চেষ্টা করবে তাঁর সঙ্গে আন্তর্জাতিক সোনা পাচারের কোনও যোগসুত্র আছে কিনা। বিএসএফ বাজেয়াপ্ত সোনার বিস্কুটগুলি তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দিয়েছে। পরেশের মোটরবাইকটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ।
إرسال تعليق
Thank You for your important feedback