এক সপ্তাহের মধ্যেই চারবার। কাশ্মীরের শোপিয়ানে ফের সেনা-জঙ্গি সংঘর্ষের খবর মিলল। এবার এনকাউন্টারে মৃত্যু হয়েছে তিন জঙ্গির। এবারের ঘটনা তুরকাওয়াঙ্গম এলাকায়। নির্দিষ্ট খবরের ভিত্তিতেই মঙ্গলবার সকালে তল্লাশি অভিযান শুরু করে ভারতীয় নিরাপত্তা বাহিনীর যৌথ দল। তল্লাশির চলাকালীন নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে সন্ত্রাসবাদীরা। পালটা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও। তাঁদের গুলিতে মৃত্যু হয়েছে তিন জঙ্গির বলে জানিয়েছে সেনা। যদিও নিহত জঙ্গিদের পরিচয় এখনও জানা যায়নি। কাশ্মীরে সেনার মুখপাত্র জানিয়েছেন, এনকাউন্টারের এলাকাটি সেনার রাষ্ট্রীয় রাইফেলস ক্যাম্প থেকে মেরেকেটে ৪০০-৫০০ মিটার দূরে। কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, ওই এলাকায় তল্লাশি অভিযান এখনও চলছে। মৃত দুই জঙ্গির কাছ থেকে দুটি একে-৪৭ রাইফেল ও একটি ইনসাস রাইফেল উদ্ধার হয়েছে। পাশাপাশি প্রচুর কার্তুজও পাওয়া গিয়েছে তাঁদের হেফাজতে। উল্লেখ্য, গত ১০ দিনে শোপিয়ান জেলায় বিভিন্ন এনকাউন্টারে কমপক্ষে ১৯ জন জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা ও কাশ্মীর পুলিশের যৌথবাহিনী।
إرسال تعليق
Thank You for your important feedback