প্রবল বৃষ্টির মধ্যেই সোমবার শেষকৃত্য সম্পন্ন হল সুশান্ত সিং রাজপুতের। মুম্বইয়ের ভিলে পার্লের পবনহংস শ্মশানে উপস্থিত ছিলেন তাঁর বাবা কে কে সিং। তিনি পাটনা থেকে এসেছিলেন। ছিলেন অভিনেত্রী কৃতি শ্যানন, শ্রদ্ধা কাপুর, বরুণ শর্মা, অভিষেক কাপুর, বিবেক ওবেরয়রা। সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে বলেও জানা গিয়েছে। অন্যদিকে, ময়নাতদন্তের রিপোর্টে সুশান্তের মৃত্যুর কারণ লেখা হয়েছে গলায় ফাঁস দিয়ে ঝোলার ফলে শ্বাসরোধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে। সূত্রের খবর, সুশান্তের কোভিড টেস্টও করা হয়েছে, তার রিপোর্ট নেগেটিভই এসেছে। সুশান্তের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে পুলিশ কোনও সুইসাইড নোট পায়নি। তবে বেশকিছু অ্যান্টি ডিপ্রেশন ওষুধ ও প্রেসক্রিপশন পেয়েছে পুলিশ। ফলে প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ ছিল আত্মহত্যাই করেছেন অভিনেতা। পরিবারের সবচেয়ে ছোট ছেলে সুশান্ত। তাঁর চার দিদি রয়েছে। ফলে সুশান্তের আত্মহত্যার তত্ত্ব মানতে নারাজ তাঁর পরিবার। সুশান্তর মামা আরপি সিংয়ের অভিযোগ, ‘এটা আত্মহত্যা নয়, এটা ঠান্ডা মাথায় খুন’।
إرسال تعليق
Thank You for your important feedback