আই লিগের জন্য দরপত্র চাইল এআইএফএফ


২০২০-২০২১ সালে হিরো আই লিগের জন্য নতুন ক্লাবগুলির কাছ থেকে দরপত্র চাইল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা এআইএফএফ। এই দরপত্র চাওয়া হয়েছে আই লিগের বাইরে থাকা ক্লাবগুলির কাছ থেকে। দিল্লি, রাঁচি, জয়পুর, ভোপাল, লখনউ, আমেদাবাদের মতো শহরের ক্লাবের নাম রয়েছে তাতে। সম্ভাব্য মালিকরা দিল্লির এআইএফএফের দফতর থেকে দরপত্র ১০ থেকে ২০ জুনের মধ্যে সংগ্রহ করতে পারবেন। তাঁদের জমা করতে হবে ৪ লাখ টাকা। দরপত্র গৃহীত হলে ২০২০ সালের জন্য নতুন ক্লাব কিনতে পারবেন ইচ্ছুকরা। সেই ক্লাব এএফসি ক্লাবপর্যায়ের প্রতিযোগিতাতেও অংশ নিতে পারবে। গত মরসুমের আই লিগে এআইএফএফের নিজ্স্ব ইন্ডিয়ান অ্যারোজ সহ ১১টি ক্লাব প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান মিলে যাচ্ছে এটিকের সঙ্গে। পরের মরসুমে তারা আইএসএলে খেলবে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم