
বক্স অফিসে তাঁর সিনেমা মানেই শীর্ষস্থান। বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার এবার নিজেকেও ছাপিয়ে গেলেন। বিশ্বের অন্যতম জনপ্রিয় ম্যাগাজিন ফোর্বস গোটা বিশ্বের ১০০ জন হায়েস্ট পেড সেলেব্রিটির তালিকা প্রকাশ করেছে সম্প্রতি। এই লকডাউনের মধ্যেও সেই তালিকায় রয়েছেন অক্ষয় কুমার। একমাত্র ভারতীয় হিসেবে তাঁর নাম রয়েছে ৫২ নম্বরে। উল্লেখ্য প্রায় আড়াই মাস ধরে বন্ধ বলিউডের সমস্ত কাজকর্ম। কোনও সিনেমাই রিলিজ করেনি এই লকডাউনের মধ্যে। তবুও তালিকায় জায়গা করে নিয়েছেন খিলাড়ি। বার্ষিক আয়ের নিরিখে তৈরি এই তালিকায় অক্ষয় পিছনে ফেলেছেন উইল স্মিথ, জেনিফার লোপেজ, রিহানার মতো হলিউড তারকাদের। ফোর্বসের তালিকা অনুযায়ী অক্ষয় কুমারের বর্তমান বার্ষিক আয় ৪৮.৫ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ গত ১২ মাসে ভারতীয় মুদ্রায় ৩৬২ কোটি টাকা আয় করেছেন আক্কি। বিগত কয়েক বছর ধরেই অক্ষয় কুমার একের পর এক হিট ছবি দিচ্ছেন বলিউডকে। তাঁর ‘টয়লেট’, ‘প্যাডম্যান’ সামাজিক বার্তাতেও উপরের দিকে রয়েছে। আয়ের নিরীখেও যে তিনি অন্যান্য বলিউডি অভিনেতা-অভিনেত্রীদের ছাপিয়ে গেলেন ‘খিলাড়ি’ অক্ষয়।
إرسال تعليق
Thank You for your important feedback