জ্বর, গলাব্যথা নিয়ে স্বেচ্ছা গৃহবন্দি কেজরিওয়াল


গায়ে সামান্য জ্বর। গলায় ব্যথা। তাই নিজের সব বৈঠক বাতিল করে দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আম আদমি পার্টি সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার তাঁর করোনা পরীক্ষা হবে। রবিবার সন্ধে থেকে কেজরিওয়াল কারও সঙ্গে দেখা করেননি। বাতিল করেছেন তাঁর সব বৈঠক। এখন তিনি তাঁর বাড়িতেই নিজেকে স্বেচ্ছাবন্দি করে রেখেছেন। তাঁর ডায়াবিটিস ও গলার সমস্যা রয়েছে। শুক্রবারই তাঁর সরকারের তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে কীভাবে হোম কোয়ারেন্টাইনে থাকতে হয় এবং রোগী, স্বাস্থ্যকর্মী, প্রতিবেশিদের কীভাবে সতর্ক থাকতে হবে, তা ব্যাখ্যা করা হয়েছে। সোশাল মিডিয়ায় ভিডিওটির মুখবন্ধ করেছেন কেজরিওয়াল নিজেই। বলেছেন, আতঙ্কের কোনও কারণ নেই।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم