আমফান বিধ্বস্ত সুন্দরবনে এবার বাঘের হানা, মৃত ১



অতি প্রবল ঘূর্ণিঝড় আমফানের দাপটে কার্যত তছনছ হয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। অর্ধেক মাস কেটে গেলেও এখনও স্বাভাবিক হয়নি অনেক গ্রাম। যদিও সুন্দরবনের কোর এরিয়ায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এখনও জানতে পারেনি রাজ্যের বন দফতর। এর ওপর সুন্দরবনের জঙ্গল লাগোয়া গ্রামগুলির বাইরে লাগানো জাল বেশিরভাগ জায়গায় ছিঁড়ে যাওয়ায় বাঘের আতঙ্ক দেখা দিয়েছে। এবার সেই আতঙ্ক সত্যি করেই বাঘের হানায় মৃত্যু হল এক সুন্দরবনবাসীর। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকালে সুন্দরবনের ঝিলা এলাকায় চার নম্বর জঙ্গলের দিকে মাছ ও কাঁকড়া ধরতে যান কয়েকজন মৎসজীবী। তাঁরা জঙ্গলের মধ্যেই খাঁড়িতে মাছ ধরছিলেন। সেই সময় জঙ্গল থেকে একটি রয়েল বেঙ্গল টাইগার আচমকাই ঝাঁপিয়ে পড়ে তাঁদের ওপর। এবং উদয় মিস্ত্রী (৬০) নামে এক মৎসজীবীকে তুলে নিয়ে জঙ্গলে পালিয়ে যায়। বাকিরা কোনও রকমে জলে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচালেও বৃদ্ধ উদয়কে আর খুঁজে পায়নি তাঁরা।
এরপর নৌকা নিয়ে গ্রামে ফিরে আসেন বাকিরা। ঘটনাটি ঘটেছে বিকেলের দিকে। জানা গিয়েছে, উদয় মিস্ত্রি লাহিড়িপুর গ্রাম পঞ্চায়েতের দশ নম্বর বিধান কলোনির বাসিন্দা। ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার খবর পেয়ে বন দফতরের কর্মীরা জঙ্গলে তল্লাশি চালালেও এখনও মৃতদেহ খুজে পায়নি। বাঘের হানার খবর পাওয়ার পরই সুন্দরবনে ফের আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বন দফতরের আধিকারিক জানিয়েছেন, শুক্রবার সকাল থেকেই দেহ খুঁজতে ফের তল্লাশি শুরু হবে। সুন্দরবন কোস্টাল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم