লোকালয়ে বিশাল অজগর, আতঙ্ক ধূপগুড়িতে


হাঁস-মুরগি যাতে এদিক ওদিক চলে না যায় তার জন্য বাড়ির বাগান মশারির জাল দিয়ে ঘেরা হয়েছিল। বৃহস্পতিবার সকালে ওই জালেই আটকে ছিল এক বিশাল অজগর। বাগানে ঢুকে কোনওভাবে ওই মশারির জালেই আটকা পড়ে অজগরটি। খবর ছড়িয়ে পড়তেই তীব্র আতঙ্ক ছড়ায় ধূপগুড়ির ভেমটিয়া গ্রামে। অজগরটি প্রায় ১১ ফুট লম্বা। খবর দেওয়া হয় বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ স্কোয়াডে। কিন্তু তাঁরা অন্যত্র ব্যস্ত থাকায় দেরি হচ্ছিল ওই গ্রামে আসতে। ইতিমধ্যেই খবর যায় স্থানীয় এক পশু ও পরিবেশপ্রেমী সংগঠনের কাছে। পরে ওই সংগঠনের সদস্যরা এসে অজগরটিকে উদ্ধার করে। পশুপ্রেমী ওই সংগঠনের এক সদস্য জানিয়েছেন, অজগরটির শরীরে বেশ কয়েকটি ক্ষতচিহ্ন রয়েছে। অনুমান, তাঁরা আসার আগেই অজগরটিকে অত্যাচার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, বেশ কিছুদিন ধরেই গ্রামের পোষা হাঁস-মুরগি উধাও হয়ে যাচ্ছিল। এই অজগরটিই হয়তো সেসব সাবাড় করেছে। তবে বিশালাকায় এই অজগরটি ধরা পড়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন গ্রামবাসীরা। অপরদিকে বনদফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত গরুমারা জাতীয় উদ্যানে নিয়ে যাওয়া হবে অজগরটিকে। সেখানেই হবে চিকিৎসা। সুস্থ হলে সেটিকে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم