
গত কয়েকদিন ধরেই কাশ্মীরে জঙ্গি কার্যকলাপের ওপর ক্রমাগত আঘাত হানছে ভারতীয় নিরাপত্তাবাহিনীগুলি। একের পর এক এনকাউন্টারে ও সংঘর্ষে বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনের চাঁই সহ মৃত্যু হয়েছে বেশ কয়েকজন জঙ্গির। এছাড়াও বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে ভারতীয় নিরাপত্তাবাহিনী। এই পরিস্থিতিতে এবার যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার সুন্দরবানি সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন বৃহস্পতিবার রাতে। সেনা সূত্রে খবর, পাক গোলায় মৃত্যু হয়েছে এক ভারতীয় জওয়ানের। প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, ‘গতরাতে ১০ টা ৪৫ মিনিট নাগাদ বিনা প্ররোচনায় কাশ্মীরের কিরনি সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। প্রকৃত নিয়ন্ত্রণরেখার ওপার থেকে ছোটো অস্ত্র দিয়ে গুলি চালানোর পাশাপাশি মর্টারও ছুঁড়েছে পাকবাহিনী’। যদিও ভারতীয় সেনাও তার যোগ্য জবাব দিয়েছে। পাকিস্তানের ছোঁড়া গুলিতেই মৃত্যু হয়েছে ওই জওয়ানের। যদিও তাঁর নাম প্রকাশ করা হয়নি। অপরদিকে, গতকাল রাতেই রাজৌরির কালাকোট এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে এক জঙ্গি।
إرسال تعليق
Thank You for your important feedback