ওডিশায় শুরু হল অন্তঃরাজ্য ট্রেন পরিষেবা, বাংলায় কবে?


আনলক ওয়ানের মধ্যেই গোটা দেশে ২০০টি যাত্রীবাহী দূরপাল্লার ট্রেন চালু করেছিল রেলমন্ত্রক। তবে এক রাজ্যের মধ্যেই স্বল্প দূরত্বের কোনও ট্রেন সেই তালিকায় ছিলনা। এবার ওডিশায় শুরু হল অন্তঃরাজ্য ট্রেন পরিষেবা। রাজধানী শহর ভূবনেশ্বরের সঙ্গে ছটি গুরুত্বপূর্ণ শহরের মধ্যে চলাচল করবে ট্রেনগুলি। ইস্ট কোস্ট রেল সূত্রে জানা গিয়েছে, ভুবনেশ্বর থেকে সম্বলপুর, রাউরকেল্লা, ভদ্রক, বেরহামপুর, বলাঙ্গি ও কোরাপুটের মধ্যে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে আগাম কাটা টিকিট ছাড়া এই অন্তঃরাজ্য ট্রেনগুলিতে চড়তে পারবেন না কেউ। এই ট্রেনের টিকিট আগাম কাটা যাবে রেলের নির্দিষ্ট কয়েকটি টিকিট কাউন্টার থেকে ও আইআরসিটিসি ওয়েবসাইট থেকে। ইস্ট কোস্ট রেলের এক আধিকারিক এমনটাও জানিয়েছেন, ট্রেনগুলিকে স্যানিটাইজ করা হয়েছে। স্টেশনে ঢোকার মুখেও যাত্রীদের শারীরিক পরীক্ষা করা হবে। যাত্রীদের মাস্ক পড়া বাধ্যতামূলক। এছাড়া রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনে সামাজিক দুরত্ব বজায় রাখতে একটি বার্থে একজনকেই টিকিট দেওয়া হবে। আপাতত ৮ জুন থেকে ১ জুলাই পর্যন্ত স্পেশাল ট্রেন হিসেবেই চলবে ট্রেনগুলি। তবে সপ্তাহে পাঁচদিন অর্থাৎ শনি ও রবিবার বাদে চলাচল করবে এই স্পেশাল ইন্টারসিটি ট্রেনগুলি। তবে প্রথমদিনে প্রায় এক-তৃতীয়াংশ টিকিট বিক্রি হয়েছে বলেই জানা গিয়েছে ইস্ট কোস্ট রেল সূত্রে। সম্বলপুর-ভুবনেশ্বরের মধ্যে ট্রেনটিতে মাত্র ২৫০ টিকিট বিক্রি হয়েছিল রবিবার রাত পর্যন্ত। যেখানে ট্রেনে ৭৫০ যাত্রী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ইস্ট কোস্ট রেল। তবে আশা করা হচ্ছে সোমবার থেকেই ট্রেনগুলিতে ভিড় বাড়বে। পাশের রাজ্য ওডিশায় অন্তঃরাজ্য ট্রেন পরিষেবা শুরু হলেও বাংলা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি বলেই জানা যাচ্ছে। এই রাজ্যের ইন্টারসিটি ট্রেনগুলি চালু হলে লাভ হবে অফিসযাত্রীদের বলেই মনে করছেন রাজ্যবাসী।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم