লকডাউনের পঞ্চম পর্বে বহুক্ষেত্রে ছাড় দেওয়ার পর সোমবার থেকেই চালু হয়ে গেল সরকারি অফিসে ৭০ শতাংশ কর্মীকে হাজিরা দিতে হবে। এদিকে পথে বেসরকারি বাস নেই। তবে চলছে হাতেগোনা সরকারি বাস। সেই বাসের জন্য গোটা শহরেই ছিল অফিসযাত্রীদের দীর্ঘ লাইন। চরম ভোগান্তিতে নাগরিকরা। অফিসে যেতে নাজেহাল হতে হচ্ছে সবাইকেই। রাস্তায় নেমেছে বিভিন্ন রুটের অটো, দুজন যাত্রী নিয়ে। আর এই আনলক দফার প্রথম দিনেই শহরের বিভিন্ন মোড়ে ছিল লম্বা জ্যাম। প্রচুর গাড়ি, মোটরবাইক নেমেছে রাস্তায়। উত্তর থেকে দক্ষিণ দীর্ঘসময় কেটে যায় যানজট কাটতে। এদিনই চালু হয়ে গিয়েছে লঞ্চপরিষেবা। কলকাতা ও জেলার লঞ্চঘাটগুলিতে নিয়মবিধি মেনেই চলছে যাত্রী পরিবহন।
লকডাউনের পঞ্চম পর্বে বহুক্ষেত্রে ছাড় দেওয়ার পর সোমবার থেকেই চালু হয়ে গেল সরকারি অফিসে ৭০ শতাংশ কর্মীকে হাজিরা দিতে হবে। এদিকে পথে বেসরকারি বাস নেই। তবে চলছে হাতেগোনা সরকারি বাস। সেই বাসের জন্য গোটা শহরেই ছিল অফিসযাত্রীদের দীর্ঘ লাইন। চরম ভোগান্তিতে নাগরিকরা। অফিসে যেতে নাজেহাল হতে হচ্ছে সবাইকেই। রাস্তায় নেমেছে বিভিন্ন রুটের অটো, দুজন যাত্রী নিয়ে। আর এই আনলক দফার প্রথম দিনেই শহরের বিভিন্ন মোড়ে ছিল লম্বা জ্যাম। প্রচুর গাড়ি, মোটরবাইক নেমেছে রাস্তায়। উত্তর থেকে দক্ষিণ দীর্ঘসময় কেটে যায় যানজট কাটতে। এদিনই চালু হয়ে গিয়েছে লঞ্চপরিষেবা। কলকাতা ও জেলার লঞ্চঘাটগুলিতে নিয়মবিধি মেনেই চলছে যাত্রী পরিবহন।
إرسال تعليق
Thank You for your important feedback