কাশ্মীরে খতম আরও ৪ জঙ্গি, পাক গোলায় নিহত নিরীহ গৃহবধূ


কাশ্মীর উপত্যাকায় জঙ্গি-নিধন অভিযান অব্যহত রেখেছে ভারতের নিরাপত্তাবাহিনী। শনিবার ভোররাত থেকে ফের জঙ্গি-সেনা সংঘর্ষের খবর মিলেছে। কাশ্মীরের অনন্তনাগ ও কুলগামে দুটি প্রথক সংঘর্ষে ভারতীয় সেনা ও কাশ্মীর পুলিশ ৪ জন জঙ্গিকে খতম করেছে। কাশ্মীর জোন পুলিশ ট্যুইট করে জানিয়েছে, কুলগাম জেলার নিপোরায় নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে অজ্ঞাত পরিচয় এক জঙ্গির। ওই এলাকায় চলছে চিরুণী তল্লাশি। শুক্রবার রাত থেকেই এই অভিযানে অংশ নিয়েছে সেনা, সিআরপিফ ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, কাশ্মীরের অনন্তনাগ জেলার লাল্লন এলাকায় যৌথবাহিনীর গুলিতে মারা গিয়েছে ২ সন্ত্রাসবাদী। গোপন সূত্রে খবর পেয়েই ভোররাতে ওই এলাকা ঘিরে তল্লাশি শুরু করে যৌথবাহিনী। বেগতিক দেখে গুলি চালাতে শুরু করে লুকিয়ে থাকা জঙ্গিরা। পাল্টা গুলিতেই মারা যায় দুই জঙ্গি।

অপরদিকে কাশ্মীরের লাইন অফ কন্ট্রোল (LOC) বরাবর লাগাতার সংঘর্ষবিরতি লঙ্ঘন করছে পাকিস্তান। ফের পাক রেঞ্জার্সদের গুলিতে ৪৮ বছর বয়সী এক ভারতীয় মহিলার মৃত্যু হয়েছে। পাশাপাশি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে রয়েছেন এক কাশ্মীরী যুবতীও। বারামুলা জেলার রামপুর সেক্টরে এলওসি বরাবর গোলাগুলি চালায় পাকিস্তান। মর্টার শেল ছাড়াও ক্রমাগত গুলিবর্ষণ করে পাকসেনা। তাতেই মৃত্যু হয়েছে ওই কাশ্মীরী গৃহবধূর। প্রতিরক্ষা মুখপাত্র জানান, নিহত মহিলার নাম আখতার বেগম। বাড়ি রামপুর সেক্টর লাগোয়া বটগরাঁ গ্রামে। বাড়ির চালা ভেদ করে, পাকগোলা এসে পড়লে, ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর ৪৮-এর ওই মহিলার।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم