স্কুল কলেজ খুলবে ১৫ আগস্টের পর, জানালেন মন্ত্রী


কবে স্কুলকলেজ খুলবে তা নিয়ে চিন্তায় অভিভাবকরা। মার্চের ১৬ তারিখ থেকেই সব বন্ধ। কেন্দ্রীয় মানবসম্পদমন্ত্রী রমেশ পোখরিয়াল জানিয়েছেন, আগস্টের পর খুলবে স্কুলকলেজ। দেশের ৩৩ কোটি ছাত্রছাত্রী তাদের শিক্ষা নিয়ে সংশয়ে রয়েছে। আগে ভাবা হয়েছিল, মে মাসের শেষে ৩০ শতাংশ উপস্থিতি নিয়ে স্কুল খোলা হবে। অষ্টম শ্রেণীর নীচের পড়ুয়ারা থাকবে বাড়িতেই। আরও ঠিক হয়েছিল, গ্রিন ও অরেঞ্জ জোনের শিক্ষাপ্রতিষ্ঠান আগে খুলবে। কম ছাত্রছাত্রী নিয়ে সামাজিক দূরত্ব মেনে দুই শিফটে চলবে পড়াশোনা। কিন্তু ক্রমেই করোনা পরিস্থিতি হাতের বাইরে যেতে থাকায় সেই পরিকল্পনা বাতিল করতে হয়েছে। রমেশ পোখরিয়াল জানান, সম্ভবত ১৫ আগস্টের পর খোলা যেতে পারে স্কুলকলেজ। আগে হয়ে যাওয়া পরীক্ষাগুলির সব রেজাল্ট ১৫ আগস্টের মধ্যে প্রকাশ করার চেষ্টা হচ্ছে বলেও তিনি জানান। এরইমধ্যে সিবিএসই পরীক্ষা হবে ১ জুলাই থেকে ১৫ জুলাই। আইসিএসই এবং আইএসসি পরীক্ষা হওয়ার কথা ১ জুলাই থেকে ১২ জুলাই। নিট পরীক্ষা হবে ২৬ জুলাই, জয়েন্টের পরীক্ষা ১৮ থেকে ২৩ জুলাই

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم