
আগামী বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকেই পাখির চোখ করেছে বঙ্গ-বিজেপি। কিন্তু করোনা সংক্রমণের আশঙ্কায় দেশজুড়ে চলছে লকডাউন। যদিও এখন আনলক-পর্ব চলছে। সেইমতো লকডাউন অনেকটাই শিথিল করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তবুও এখনই রাজনৈতিক সভা-সমাবেশে তালা লাগানো আছে। এই পরিস্থিতিতে এক অভিনব পন্থা নিয়েছে বিজেপি। ভোটের দামামা বাজিয়ে মঙ্গলবার থেকেই কার্যত নির্বাচনী প্রচার শুরু করে দিতে চলেছে বিজেপি। সোশাল মিডিয়া প্ল্যাটফর্মকে হাতিয়ার করেই এদিন সকাল ১১টায় ভার্চুয়াল র্যালি করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যার পোশাকী নাম দেওয়া হয়েছে ‘জনসংবাদ র্যালি’। বঙ্গ বিজেপির লক্ষ্য এই সভার মাধ্যমে এক কোটি মানুষের কাছে পৌঁছে যাওয়া। বিজেপির ‘ভোট চাণক্য’ বলে পরিচিত অমিত শাহ এদিন কী বলেন, সেটা জানার জন্য উন্মুখ হয়ে রয়েছেন বাংলার রাজনৈতিক মহল।

কী এই ভার্চুয়াল র্যলি? সোশাল মিডিয়ার কয়েকটি প্ল্যাটফর্ম রয়েছে যেমন ফেসবুক-লাইভ, ইউটিউব স্ট্রিমিং, বিজেপির ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিং করে বক্তব্য রাখবেন অমিত শাহ। পাশাপাশি বিশেষ সফটওয়্যারের মাধ্যমে রাজ্যের দু’ হাজার নেতাকর্মীকে যুক্ত করা হবে এই র্যালিতে। থাকবেন রাজ্য নেতৃত্ব-সহ বাংলার অধিকাংশ বিজেপি নেতা-কর্মী। পাশাপাশি বিজেপির অন্যান্য জেলা সভাপতি, মণ্ডল সভাপতিরাও অনলাইনে হাজির থাকবেন এই ভার্চুয়াল জনসভায়। এছাড়া সামাজিক দূরত্ব মেনে বিভিন্ন পার্টি অফিস-সহ অন্যান্য জায়গায় ফেসবুক লাইভ করা হবে। তবে রাজ্য বিজেপির আশঙ্কা এই সময়টায় রাজ্যে ইন্টারনেট ও বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত করে প্রচারে ব্যাঘাত ঘটাতে পারে তৃণমূল। তাই অমিত শাহর সভা চলাকালীন যাতে এই দুই পরিষেবা স্বাভাবিক থাকে, সে বিষয়ে দরবার করতে মঙ্গলবার সকালেই রাজভবনের হস্তক্ষেপ চাইল বঙ্গ বিজেপি।
إرسال تعليق
Thank You for your important feedback