পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরিয়ে মৃত্যু ‘করোনাযোদ্ধা’ ডেপুটি ম্যাজিস্ট্রেটের


এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল রাজ্যের এক আমলার। তিনি হুগলিতে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে কর্মরত ছিলেন। তাঁর দায়িত্বেই ছিল ভিনরাজ্য থেকে ফেরা পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর। ওই আমলার নাম দেবদত্তা রায়, বয়স মাত্র ৩৮। তাঁর একটি চার বছরের কন্যাসন্তান রয়েছে। সোমবার সকালেই শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতালের কোভিড ওয়ার্ডে তাঁর মৃত্যু হয়েছে। কয়েকদিন ধরেই জ্বর ও শ্বাসকষ্টের মতো উপসর্গ নিয়ে ভুগছিলেন। তাঁর বাড়ি দমদমের লিচুবাগান এলাকায়। হুগলির জেলাশাসকের দফতর সূত্রে জানা যাচ্ছে চলতি মাসের ১ তারিখ তিনি শেষবার অফিসে এসেছিলেন। এরপরই অসুস্থতার কারণে বাড়িতেই ছিলেন বলে জানা গিয়েছে। ওই আমলার পরিবার সূত্রে জানা যাচ্ছে, কলকাতাতেই তিনি কোভিড টেস্ট করান। সেই রিপোর্টে দেবদত্তা রায়ের কোভিড পজিটিভ ধরা পড়ে। যদিও প্রথম দিকে তিনি হোম আইসোলেশনেই ছিলেন। কিন্তু শারীরিক অবস্থা অবনতি হতেই তাঁকে শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার বিকেল থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। সোমবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ভিনরাজ্যের শ্রমিকদের জন্য হুগলির ডানকুনিতে যে ট্রানজিট ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছিল তার দায়িত্বে ছিলেন দেবদত্তা। তিনি চন্দননগরের এসডিও অফিসের তিনতলায় বসতেন। ডেপুটি ম্যাজিস্ট্রেটের মৃত্যুর পরই ওই অফিসে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। প্রশাসনের উদ্যেগে স্যানিটাইজ করা হয়েছে পুরো বিল্ডিং।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم