
লাদাখ সীমান্ত নিয়ে ভারত ও চিনের মধ্যে কোর কম্যান্ডার পর্যায়ের বৈঠক হতে চলেছে মঙ্গলবার। এনিয়ে চতুর্থবার বৈঠক হচ্ছে দুই দেশের মধ্যে। প্রকৃতনিয়ন্ত্রণরেখায় চোশুলে হতে চলেচে এই বৈঠক। এই বৈঠকে মূলত সেনা প্রত্যাহারের পরবর্তী পর্যায় নিয়ে বৈঠকে আলোচনা হবে। পাশাপাশি চিনকে বুঝিয়ে দেওয়া হবে যাতে বিতর্কিত সব এলাকা থেকেই যেন সেনা প্রত্যাহার করে চিন। প্রথম পর্যায়ের সেনা সরানোর পর এই বৈঠক তাই গুরুত্বপূর্ণ। গত ৫ জুলাই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে কথা হয়েছিল চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই-র। সেই ফোনালাপেই দ্রুত সেনা প্রত্যাহারের বিষয়টি আলোচিত হয়েছিল। এরপরই ফিঙ্গার এলাকায় ৪ ও ৫ নম্বর ফিঙ্গারে চিনা সেনা ও সাঁজোয়া গাড়ি, তাঁবু সরিয়ে নেওয়া হয়েছে। তবে ফিঙ্গার পয়েন্ট ৪ ও ৮ এলাকাতে এখনও কিছু চিনা সেনা রয়ে গিয়েছে বলে সূত্রের খবর। গালওয়ান উপত্যকা, হট স্প্রিংস ও পয়েন্ট ১৫ থেকেও তারা প্রায় ২ কিলোমিটার পিছিয়ে গিয়েছে। পারস্পরিক সমঝোতা অনুযায়ী ভারতও তাদের সেনা পিছিয়ে নিয়েছে। মাঝের খালি জায়গায় দুদেশের সেনা আসবে না বলে ঠিক হয়েছে। উল্লেখ্য, গত ৬ জুন ভারতীয় এবং চিনা সেনার মধ্যে প্রথম কোর কমান্ডার পর্যায়ে বৈঠক হয়। এরপর ২২ এবং ৩০ জুন প্রায় ১১ ঘণ্টা ধরে বৈঠক করেছিলেন দু’পক্ষের কোর কমান্ডাররা।
إرسال تعليق
Thank You for your important feedback