এবার ‘শুকনো লঙ্কা’ নিয়ে যাচ্ছে বাংলাদেশ যাচ্ছে পার্সেল এক্সপ্রেস


এই প্রথমবার শুকনো লঙ্কা নিয়ে কোনও ট্রেন বাংলাদেশের দিকে রওনা দিল। রেলমন্ত্রী পীযুষ গয়াল নিজেই এই কথা ট্যুইট করে জানালেন। তবে মালগাড়ি বোঝাই হয়ে নয়, রীতিমতো পার্সেল এক্সপ্রেসের পেটেই ভরা হয়েছে শুকনো লঙ্কা বোঝাই হাজার হাজার বস্তা। রেল সূত্রে জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায় দেশের সবচেয়ে উৎকৃষ্টমানের লঙ্কা। যা শুকিয়ে গোটা দেশেই চালান করেন এখানকার ব্যবসায়ীরা। তবে শুধুমাত্র দেশের বাজারেই নয়, দেশের বাইরেও খুব জনপ্রিয় এখানকার শুকনো লঙ্কা। প্রতিবছর কয়েক হাজার টন শুকনো লঙ্কা বাংলাদেশে রফতানি করেন গুন্টুরের চাষিরা। কিন্তু লকডাউনের জেরে সেটা কার্যত বন্ধ।


কারণ সড়কপথে পণ্য পরিবহণ এখনও সেভাবে শুরু করা যায়নি। ফলে সমস্যার সম্মুখীন হয়েছিল এখানকার চাষিরা। এই পরিস্থিতিতে তাঁদের পাশে দাঁড়াল রেলমন্ত্রক। বাংলাদেশে শুকনো লঙ্কা পাঠানোর জন্য রেল পার্সেল ট্রেনের ব্যবস্থা করল। ১৬ কোচের এই পার্সেল এক্সপ্রেসে ইতিমধ্যেই শুকনো লঙ্কাবোঝাই হয়ে রওনা দিয়েছে গুন্টুর থেকে। যা ভারত-বাংলাদেশ সীমান্ত বন্দর বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। রেল সূত্রে জানা গিয়েছে, একটি মালগাড়িতে শুকনো লঙ্কা পাঠাতে হলে কমপক্ষে দেড় হাজার টন পাঠাতে হবে। সেটা অত্যন্ত হালকা এই বস্তুটির জন্য অসম্ভব। তাই রেলমন্ত্রক উদ্যোগী হয়ে পার্সেল ভ্যানের ব্যবস্থা করেছে। যাতে ৫০০ টন শুকনো লঙ্কা বোঝাই করা হয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم