
চুঁচুড়া তালডাঙ্গায় এক বৃদ্ধ দম্পতির রহস্য মৃত্যু। ঘরের মধ্যেই হাতে-পায়ে ইলেকট্রিকের তার জড়ানো অবস্থায় দেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে দেহদুটি দেখতে পান প্রতিবেশীরা। তাঁরাই খবর দেয় চুঁচুড়া থানায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দম্পতির নাম গঙ্গাধর দাস (৭৫) ও জ্যোতি দাস (৬৫)। পুলিশের প্রাথমিক অনুমান আত্মঘাতী হয়েছেন ওই দম্পতি। যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি দুর্ঘটনা থেকে শর্ট সার্কিট থেকেও মৃত্যু হতে পারে ওই বৃদ্ধ দম্পতির। কারণ শরীরে ইলেকট্রিক তার জড়ানো কেন? উঠছে প্রশ্ন। দেহ দুটি ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে চুঁচুড়া থানার পুলিশ।
إرسال تعليق
Thank You for your important feedback