বলিউডে বন্ধ শুটিং। আর সোশাল মিডিয়ায় নিজেদের কর্মকাণ্ডের নানান ছবি-ভিডিও শেয়ার করে নেটিজেনদের মাতিয়ে রাখছেন বলি তারকারা। সেইসঙ্গে দিচ্ছেন নানান টিপস। অনেক তারকাই নিজেদের ফিট রাখতে ঘরেই সারছেন এক্সারসাইজ। কেউ বা আবার দিচ্ছেন বিউটি টিপস। এবার এই তালিকায় ঢুকে পড়লেন বলিউডের ‘নায়ক’ অনিল কাপুরও। ফিট অ্যান্ড হিট থাকতে হলে ওয়ার্ক আউট মাস্ট, প্রতিদিন নিয়মিত এক্সারসাইজ করলে আপনি যে সুস্থ ও সতেজ থাকবেন তা বহুবার বলেছেন বিভিন্ন বলি ডিভারা। তবে এবার নিজের ওয়ার্কআউটের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেতা অনিল কাপুর। নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে অনিল কাপুর আজ যে ভিডিও পোস্ট করেছেন তাঁর প্রসংশা করেছেন তাঁর ফ্যানেরা। বর্তমান প্রজন্মের প্রেরণা তিনি, কমেন্ট করেছেন তার এক গুনমুগ্ধ। আবার কেউ লিখেছেন অনিল কাপুর দিনে দিনে আরও তরুণ হয়ে উঠছেন। অনেকেই আবার প্রসংসাসূচক ইমোজি দিচ্ছেন তাঁর পোস্টে।
— Anil Kapoor (@AnilKapoor) August 25, 2020

إرسال تعليق
Thank You for your important feedback