ইন্ডিয়ান সুপার লিগে খেলার ব্যাপারে আরও এক ধাপ এগিয়ে গেল ইস্টবেঙ্গল। বুধবার নবান্নে ইস্টবেঙ্গল কর্তা ও নতুন স্পনসর শ্রী সিমেন্টের কর্তাদের সামনেই মুখ্যমন্ত্রী বলেছিলেন এবার ইস্টবেঙ্গল আইএসএল খেলবে। তখনই দেওয়াল লিখন স্পষ্ট হয়ে গিয়েছিল। এবার আইএসএলে আরও একটি দলের অন্তর্ভুক্তির জন্য আবেদনপত্র চাইল ফুটবল ফেডারেশন। লিগের সংগঠক সংস্থা FSDL জানিয়ে দিল আরও একটি দলকে দেশের সর্বোচ্চ লিগে নেওয়া হবে। ফলে ইস্টবেঙ্গলের সামনে দরজা খুলে গেল বলেই মনে করছেন ফুটবলপ্রেমী জনতা।

ওই বিজ্ঞাপনে বলা হয়েছে দিল্লি, লুধিয়ানা, কলকাতা, দিল্লি, শিলিগুড়ি, ভোপাল ও আমদাবাদের দলগুলি আবেদন করতে পারে আইএসএলে যোগদান করার জন্য। অন্যান্য দল আবেদন করলেও বিশেষজ্ঞদের ধারণা ইস্টবেঙ্গলই সুযোগ পাবে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কলকাতা বা শিলিগুড়ি শহরের জন্য আবেদন করতে পারে। আইএসএলে খেলার জন্য যে সকল শর্তাবলি আছে, সেইসব শর্ত পূরণ করতে হবে আবেদনকারী ক্লাবগুলিকে। তাহলেই তাদের আবেদন গ্রাহ্য করা হবে। বিজ্ঞাপনে বলা হয়েছে ৭ ও ৮ সেপ্টেম্বর ইচ্ছুক ক্লাব নিলামের জন্য যাবতীয় নথিপত্র ডাউনলোড করতে পারবে পাঁচ লাখ টাকা জমা দিয়ে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগের পর FSDL-এর তরফে স্বয়ং নীতা ও মুকেশ আম্বানি ইস্টবেঙ্গলকে আইএসএলে অন্তর্ভুক্ত করতে উদ্যোগী হন।

إرسال تعليق
Thank You for your important feedback