ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের (EU) দেশগুলিতে এখন করোনার দ্বিতীয় সংক্রমণের ঢেউ। আবার ভাইরাসটির সংক্রমণ ও মৃত্যুর হার বাড়ছে। এ অবস্থায় করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় কোথায় ভুল হলো, তার অনুসন্ধান শুরু হয়েছে। ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের (ইসিডিপিসি) তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে ব্রিটেন ও ইউরোপের দেশগুলোয় দিনে নতুন সংক্রমণ হার বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজারে। বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, মাল্টা, রোমানিয়া ও স্পেনে মৃত্যু বাড়ছে নতুন করে। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আবারও কিছু বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।


আশঙ্কা বাড়াচ্ছে বিভিন্ন দেশে লকডাউন বিরোধী বিক্ষোভ। অন্যদিকে, করোনা মোকাবিলায় নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে মাদ্রিদেও। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ১১ সেপ্টেম্বর স্পেনে মোট নতুন সংক্রমণ শনাক্ত হয় ১২ হাজার ১৮৩ জন। স্পেনে নতুন করে আক্রান্তদের এক-তৃতীয়াংশই মাদ্রিদের। ফ্রান্সে গত শুক্রবার নতুন সংক্রমণ ধরা পড়েছে ১৩ হাজার ২১৫ জনের। এপ্রিলের পর এটিই ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যা। একই দিনে চেক প্রজাতন্ত্রে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছেন ৩, ১৩০ জনের। নেদারল্যান্ডসে শনাক্ত হয়েছেন ১, ৯৭৭ জন। নেদারল্যান্ডসে মাত্র এক সপ্তাহের ব্যবধানে সংক্রমণ হার দ্বিগুণ হয়েছে। গত মে মাসের পর এখন আবার ইতালিতে সংক্রমণ বাড়তে শুরু করেছে। গত শুক্রবার দেশটিতে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে ১,৯০৭ জন, যা গত মে মাসের পর সর্বোচ্চ।
إرسال تعليق
Thank You for your important feedback