‘দুই বন্ধুকে খুন করেছি’, মদ্যপ এক যুবকের এহেন দাবি শুনে প্রথমে পাত্তাই দিতে চায়নি মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। কিন্তু ওই যুবকের পুরো কথা শুনে তাজ্জব কর্তব্যরত পুলিশ অফিসাররা। শুক্রবার রাতে এই ঘটনা ঘটেছে মেদিনীপুরের বাড়ুয়া পাখি বাগান এলাকায়। এই ঘটনা জানাজানি হতেই শনিবার সকালে চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার রাতে বিমল নায়েক ওরফে বাপ্পা আচমকাই থানায় এসে জানায় সে তাঁর দুই বন্ধুকে খুন করেছে। মদের আসরে বচসা থেকেই এই খুন। মৃতদেহ এক ফুলের দোকানে আছে বলেও দাবি করে সে। এরপরই পুলিশ ওই যুবককে সঙ্গে নিয়ে নির্দিষ্ট স্থানে যায়। সেখানেই উদ্ধার হয় রাজেশ দাস ও তন্ময় মল্লিক নামে দুই যুবকের রক্তাক্ত দেহ। এরপরই পুলিশ আত্মসমর্পনকারী বিমল নায়েককে গ্রেফতার করে। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়।

রাজেশ দাস ও তন্ময় মল্লিক অভিযুক্ত বিমলের বন্ধু। তাঁরা শুক্রবার রাতে রাজেশের ফুলের দোকানে মদ্যপানের আসরে বসে। মদ্যপানের মধ্যেই ফুলের ব্যবসার টাকাপয়সা নিয়ে তিনজনের ঝামেলা শুরু হয়। এই সময়ই রাগের বসে বিমল নায়েক ধারালো অস্ত্র দিয়ে তন্ময় মল্লিক ও রাজেশ দাসকে খুন করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজেশ ও তন্ময় দুজনেরই। পরে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে বিমল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
إرسال تعليق
Thank You for your important feedback