মার্শেইয়ের কাছে ফরাসি লিগ ওয়ানে হেরে গেল প্যারিস সাঁ জারমে (পিএসজি)। ১৯৮৪ সালের পর এই প্রথম লিগ ১-এ শুরুর দুই ম্যাচে হার দেখল পিএসজি। তবে রবিবার রাতের ম্যাচটি ছিল পিএসজির জন্য চরম নৈরাশ্যের। এদিন লালকার্ড দেখতে হয়েছে দলের সেরা তারকা নেইমারকে। মূলত পুরো খেলাতেই লাল ও হলুদকার্ডের বন্যা বইয়ে দিয়েছেন রেফারি। লাল-হলুদ মিলে এ ম্যাচে ১৭টি কার্ড দেখান রেফারি, একবিংশ শতাব্দীতে লিগ ওয়ানের ইতিহাসে যা প্রথম! নেইমারসহ পিএসজির তিনজন ও মার্শেই থেকে দুজনসহ মোট ৫ জনকে লালকার্ড দেখিয়েছেন রেফারি।

ছবি: টুইটার
অতিরিক্ত সময়ের শেষ মিনিটে একটি ফাউল কেন্দ্র করেই লালকার্ড দেখাতে বাধ্য হন রেফারি। ওই সময় ধাক্কাধাক্কির পর লাথি মারতেও দেখা যায় দুই দলের খেলোয়াড়কে। এমন শিষ্টাচারবহির্ভূত ঘটনায় রেফারি পিএসজির নেইমার, লেভিন কুরজাওয়া ও লিয়ান্দ্রো দানিয়েল পারেদেস এবং মার্সেইয়ের জর্ডান আমাভি ও দারিও বেনেদেত্তোকে লালকার্ড দেখান। তবে এমন লড়াইয়ের ম্যাচে জয় হয় মার্শেইয়ের। ম্যাচের ৩১তম মিনিটে একমাত্র গোলটি করেন মার্শেইয়ের ফ্লোরিয়ান থাওভিন। ফল ম্যাচে লিগ ১-এ ০-১ গোলে হেরে মাঠ ছাড়ে পিএসজি।
End of the match. 🔚— Paris Saint-Germain (@PSG_English) September 13, 2020
Paris Saint-Germain are defeated in the #Classique. #PSGOM pic.twitter.com/R1pdPquevf
إرسال تعليق
Thank You for your important feedback