গত বছর লোকসভা নির্বাচনের আগেই রেলে দেড় লাখ শূন্যপদে নিয়োগের কথা জানিয়েছিল রেলমন্ত্রক। যা নির্বাচনী চমক বলেই কটাক্ষ করেছিল বিরোধী দলগুলি। এরপর দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরই ফর্ম ফিলাপের প্রক্রিয়া শুরু করেছিল রেল। এরপর করোনা আবহে বন্ধ ছিল যাবতীয় প্রক্রিয়া। ফলে চাকরীপ্রার্থীরা পড়েছিলেন বিশ বাও জলে। কারণ এই শূন্যপদে প্রায় ২ কোটি ৪২ লাখ বেকার যুবতী আবেদন করেছিলেন। কবে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল চাকরীপ্রার্থীদের মনে। এবার গুরুত্বপূর্ণ ঘোষণা করল রেলমন্ত্রক। শুরু হতে চলেছে নিয়োগ প্রক্রিয়া। আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে কম্পিউটার ভিত্তিক প্রথম পর্যায়ের পরীক্ষা।

কোভিড আবহের কারণেই নিয়োগ প্রক্রিয়ার কাজ বন্ধ ছিল বলে জানিয়েছেন রেল বোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার যাদব। তিনি জানান, প্রথম পর্যায়ের পরীক্ষা ১৫ ডিসেম্বর থেকে শুরু হলেও শীঘ্রই বিশদ পরীক্ষাসূচি প্রকাশ করা হবে। উল্লেখ্য, সম্প্রতি করোনা মহামারীর কারণে JEE ও NEET পরীক্ষা নেওয়া নিয়ে আপত্তি ওঠে বিভিন্ন মহলে। বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশেই নির্দিষ্ট সূচি মেনেই হচ্ছে ওই দুই গুরুত্বপূর্ণ পরীক্ষা। এবার রেলের কর্মী নিয়োগের পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হল। প্রসঙ্গত, মূলত তিনটি ক্যাটাগরির নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল গত বছর। প্রথমত, নন-টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি বা NTPC (গার্ড, ক্লার্ক ইত্যাদি)। দ্বিতীয়ত, মিনিস্টিরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি বা MI (স্টেনো, শিক্ষক ইত্যাদি) তৃতীয়ত, লেভেল ওয়আন ক্যাটাগরি (পয়েন্ট ম্যান, রক্ষণাবেক্ষণের কাজ ইত্যাদি)। এরমধ্যে লেভেল ওয়ান ক্যাটাগরিতেই শূন্যপদ সবচেয়ে বেশি। রেল সূত্রে জানা গিয়েছে এই ক্যাটাগরিতে মোট শূন্যপদ ১ লাখ ৩ হাজার ৭৬৯টি। করোনা কালে চাকরির বাজারে মন্দার হাওয়া। এই পরিস্থিতিতে ভারতীয় রেলের মতো কেন্দ্রীয় সংস্থায় নিয়োগ আশার আলো বেকার যুবক-যুবতীদের।
रेलवे में विभिन्न पदों की सभी 3 श्रेणियों के लिये भर्ती प्रक्रिया के आवेदनों की जांच पूर्ण की जा चुकी है, विभिन्न पदों पर भर्ती के लिये परीक्षाओं का आयोजन 15 दिसंबर से शुरु किया जायेगा। pic.twitter.com/FUqXkfjxl7— Piyush Goyal (@PiyushGoyal) September 5, 2020
إرسال تعليق
Thank You for your important feedback