এনামুল হক, আন্তর্জাতিক নোট পাচার চক্রের অন্যতম কিংপিন। বৃহস্পতিবারই তাঁকে মালদার বৈষ্ণবনগর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মোহনপুর থেকে গ্রেফতার করল এনআইএ (NIA)। বেশ কয়েকদিন ধরেই তাঁকে ধরার চেষ্টায় ছিল বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা। আন্তর্জাতিক নোট পাচারের অন্যতম মাথা ছিল এনামুল হক। তাকে হন্যে হয়ে খুঁজছিলেন এনআইএ গোয়েন্দারাও। পাকিস্তান ও বাংলাদেশ থেকে জাল ভারতীয় টাকা এদেশে ঢোকানোর কাজ করতেন তিনি। সীমান্তরক্ষী বাহিনীকে ফাঁকি দিয়ে প্রায়ই লাখ লাখ টাকার জাল নোট ভারতের বাজারে ছাড়ত এই চক্র। বিগত কয়েকমাসে বেশ কয়েকজন এজেন্টকে ধরলেও মূল পাণ্ডাকে ধরতে পারছিল না গোয়েন্দারা। এনামুল হকের মাথার দাম ছিল ২৫ হাজার টাকা। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানা এলাকা থেকে বাড়ি থেকেই এনামুলকে গ্রেফতার করে এনআইএ গোয়েন্দারা। শুক্রবারই তাঁকে মালদা আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নিয়েছে এনআইএ তদন্তকারীরা।

إرسال تعليق
Thank You for your important feedback