বাড়ছে সুস্থতার হার, ২৪ ঘন্টায় আক্রান্ত ৭০ হাজার ৪৯৬ জন

 

গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৪৯৬ জন। বিগত কয়েক সপ্তাহে যা দৈনিক এক লাখের কাছাকাছি ছিল। ফলে দৈনিক সংক্রমণের হার কিছুটা কমায় স্বস্তি দিচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে। বর্তমানে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬৯ লাখ ৬ হাজার ১৫১ জন। তবে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৯ লাখের কম। বর্তমানে ভারতে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৮ লাখ ৯৩ হাজার ৫৯২ জন। চিকিৎসকমহলের মতে ভারতে সুস্থতার হার বাড়ছে। যেহেতু দৈনিক করোনা পরীক্ষার হারও রোজ রোজ বৃদ্ধি পাচ্ছে। সেহেতু নতুন করে আক্রান্তের সংখ্যাও বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে ১১ লক্ষ ৬৮ হাজার ৭০৫ জনের। তবে সুস্থতার হার বেশি থাকায় সার্বিক করোনা চিত্র অনেকটাই স্বস্তিদায়ক। গত ২৪ ঘন্টায় ৯৬৪ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লাখ ৬ হাজার ৪৯০ জন। দেশের মধ্যে সবচেয়ে বেশি মারা গিয়েছে মহারাষ্ট্রে, এরপর রয়েছে তামিলনাড়ু ও কর্ণাটক।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم