কিছু সংবাদমাধ্যমের দায়িত্বজ্ঞানহীন রিপোর্টিংয়ের বিরুদ্ধে সরব হয়েছেন শাহরুখ খান, আমির খান, করণ জোহর সহ বলিউডের ৩৪ জন অভিনেতা প্রযোজক।এই খবর সামনে আসতেই আবার মুখ খুললেন বলি কুইন কাঙ্গনা রানাউত। বছরের পর বছর ধরে তিনি এই মানহানি বা নিগ্রহ নিয়ে মুখ খুলেছেন, নিগ্রহ ও নির্যাতনের অভিযোগ জানিয়েছেন বহুবার। এর মধ্যে একজন শিল্পীর মৃত্যু পর্যন্ত হয়ে গেল। যদি বলিউডে জঞ্জাল সাফাই হয়, এতে স্টারেদের ক্ষতি কি, কেন এত সমস্যা হচ্ছে, তাঁর কাছে সব হিসেব রয়েছে বলেছেন কঙ্গনা। তিনি আরও লিখেছেন এবার তাঁরা বেইজ্জতের মানে বুঝতে পারছেন, বুঝতে পারছেন কাউকে টার্গেট করলে কেমন লাগে, কাউকে এক ঘরে করে রাখলে কী যন্ত্রণা সেটা বুঝতে পারছেন। সকলে একসঙ্গেই থেকো, একা থাকলে তো মরে যেতেই ইচ্ছা করবে তাই না? বলেছেন কঙ্গনা।
बॉलीवुड के गटर में रेंगने वालों अब पता चला कैसा लगता है जब सारे देश के सामने बेइज़्ज़त किया जाता है, निशाना बनाया जाता है,आइसलेट किया जाता है। क्यूँ कहीं छुप या भाग जाने का मन कर रहा है? तुम इतने सारे भेड़िए हो झुंड में, अकेले का मन तो करेगा की मर जाए,नहीं? #BollywoodStrikesBack pic.twitter.com/r4TjvJe7so
— Kangana Ranaut (@KanganaTeam) October 12, 2020

إرسال تعليق
Thank You for your important feedback